মোবাইল ডাউনলোড স্পিডে পিছিয়ে পড়ছে ভারত, 5G এনে পরিস্থিতি বদলের আশ্বাস সংস্থাগুলির

রাশি রাশি ডেটা অফার করলেও ইন্টারনেট পরিষেবার গতির নিরিখে ভারত বরাবরই পিছনের সারিতে বসতে অভ্যস্ত। সেটা নিয়ে ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের উপরে জনতার রাগের অন্ত নেই!…

রাশি রাশি ডেটা অফার করলেও ইন্টারনেট পরিষেবার গতির নিরিখে ভারত বরাবরই পিছনের সারিতে বসতে অভ্যস্ত। সেটা নিয়ে ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের উপরে জনতার রাগের অন্ত নেই! তবে রাগ করলেই পরিস্থিতি বদলায় না। তাই বছরের পর বছর ভারতের বাসিন্দাগণ কম গতির পরিষেবা ব্যবহারে বাধ্য হন। অবশ্য কখনো কখনো পরিস্থিতির ‘কিঞ্চিৎ’ পরিবর্তন চোখে পড়ে! যেমন চলতি বছরের জুলাই মাসের তুলনায় গত আগস্ট মাসে ভারতের মোবাইল ডাউনলোড গতিতে সামান্য দ্রুততা লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে ডাউনলোড গতি ১৭.৭৭ এমবিপিএস (Mbps) থেকে ১৭.৯৬ এমবিপিএসে (Mbps) পৌঁছেছে, যা খাতায়-কলমে বৃদ্ধিরই নামান্তর! কিন্তু এই সামান্য বৃদ্ধিকে ভিত্তি করে আন্তর্জাতিক দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সরবরাহকারী দেশের তালিকায় ভারতের অবস্থান আগের নিরীখে আরো পিছিয়ে গেছে!

মোবাইল ডাউনলোড স্পিডের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে ভারত

একথা সকলেই জানেন যে মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির উপরে নির্ভর করে পৃথিবীর বিভিন্ন দেশগুলিকে আলাদা আলাদা তালিকাভুক্ত করার চল রয়েছে। প্রত্যেক ক্ষেত্রে ভালো থেকে খারাপ পরিষেবার নিরিখে দেশগুলিকে নির্দিষ্ট ক্রম প্রদান করা হয়। এই কাজে বিশ্বের অন্যতম অগ্রণী সংস্থার নাম ওকলা (Ookla)। মোবাইল ডাউনলোড গতির ভিত্তিতে নির্মিত তাদের সাম্প্রতিক তালিকায় বেহাল পরিষেবার জন্য ভারতের পদস্খলন ঘটেছে। আগে তালিকার ১২২তম অবস্থানে থাকলেও আগস্ট মাসে ওকলার তালিকায় ভারত ১২৬ নম্বরে নেমে এসেছে! কলম্বিয়া, বেলারুশ, উজবেকিস্তানের মতো দেশগুলিও অপেক্ষাকৃত ভালো পরিষেবা দিয়ে ভারতের থেকে উচ্চ অবস্থানে রয়েছে।

ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে ভারতের অগ্রগতি

মোবাইল ডাউনলোড গতির নিরিখে পর্যুদস্ত হলেও দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সরবরাহের মাধ্যমে ভারত তার নামের ওজন কিছুটা হলেও রক্ষা করেছে। আগস্ট মাসে দেশে গড় ৬২.৪৫ এমবিপিএস গতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার সম্ভব হয়েছে। এজন্য ওকলার তালিকায় ভারতকে ৬৮ নম্বরে রাখা হয়েছে।

উল্লেখ্য, মোবাইল ও স্থায়ী ব্রডব্যান্ড গতির নিরিখে ওকলার তালিকায় বিশ্বে সবথেকে এগিয়ে থাকা দুটি দেশ হলো সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুর। আগস্ট মাসে পূর্বোক্ত উভয় ক্ষেত্রে এই দুটি দেশ যথাক্রমে গড় ১৯৫.৫২ ও ২৬২.২০ এমবিপিএস গতির পরিষেবা প্রদান করেছে যা ভারতের কয়েক গুণ বেশী। অর্থাৎ ভালো পরিষেবা প্রদানের দিক থেকে এই দেশগুলি আমাদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে।

Ookla-র পরিসংখ্যান সামনে আসতেই ভারতের ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলি ভবিষ্যতে দেশের 4G পরিকাঠামোকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে গড় ইন্টারনেট গতি অনেকটাই বাড়বে বলে তাদের বক্তব্য। আবার 5G পরিষেবার আবির্ভাবের ফলেও মানুষ আগের থেকে অপেক্ষাকৃত দ্রুতগতির পরিষেবা ব্যবহারের আস্বাদ লাভ করবেন বলে সংস্থাগুলি জানিয়েছে। তবে এক্ষেত্রে পরিস্থিতি কতটা বদলাচ্ছে সেটা সময়ই বলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন