Internet Shutdown: লজ্জার রেকর্ড ভারতের, ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে সারা বিশ্বে কে টেক্কা দিল

যদিও অনেক দেশেই নিরাপত্তার কারণে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, তবে এক্ষেত্রে ভারত সরকার অন্যান্য দেশ কে ছাপিয়ে গিয়েছে। আজ্ঞে হ্যাঁ! বিশ্বব্যাপী ইন্টারনেট শাটডাউনের (Internet…

যদিও অনেক দেশেই নিরাপত্তার কারণে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, তবে এক্ষেত্রে ভারত সরকার অন্যান্য দেশ কে ছাপিয়ে গিয়েছে। আজ্ঞে হ্যাঁ! বিশ্বব্যাপী ইন্টারনেট শাটডাউনের (Internet Shutdown) ক্ষেত্রে গত পাঁচ বছর ধরে ভারত প্রথম স্থানে রয়েছে। অ্যাকসেস নাউ (Access Now) এবং কিপইটঅন কোয়ালিশন (KeepItOn coalition) তাদের রিপোর্টে এমনটাই দাবি করেছে।

এক বছরে ৮৪ বার Internet বন্ধ হয়েছে

গত বছর দেশে ৮৪ বার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে প্রশাসন। যার প্রধান কারণ হল বিক্ষোভ, সহিংসতা, পরীক্ষা এবং নির্বাচন। ২০২২ সালে, শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে ৪৯ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যার মধ্যে ইন্টারনেট ক্রমাগত ১৬ বার বন্ধ করা হয়েছে, যা জানুয়ারী থেকে ফেব্রুয়ারির মধ্যে হয়েছিল। জম্মু ও কাশ্মীরের পরে রাজস্থান দ্বিতীয়, যেখানে এক বছরে ১২ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রয়েছে তিন নম্বরে যেখানে সাতবার ইন্টারনেট বন্ধ হয়েছে।

২০১৬ সাল থেকে ভারতে ইন্টারনেট বন্ধ অব্যাহত রয়েছে

২০১৬ সাল থেকে ভারতে বারবার ইন্টারনেট বন্ধ করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালে বিশ্বব্যাপী ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে ৫৮ শতাংশ ভারতে ঘটেছিল। জানিয়ে রাখি, টেলিযোগাযোগ পরিষেবার অস্থায়ী সাসপেনশন (পাবলিক ইমার্জেন্সি বা পাবলিক সেফটি) রুলস, ২০১৭-এর অধীনে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

DoT দ্বারা প্রণীত এই নির্দেশে আছে যে, অস্থায়ী স্থগিতাদেশ “জনসাধারণের জরুরি অবস্থা বা জননিরাপত্তার কারণে” দেওয়া হতে পারে। ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা কেন্দ্রীয় ও রাজ্য স্তরের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে রয়েছে।

২০২১ সালে সারা বিশ্বে মোট ৩০ হাজার ঘণ্টা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে ৫.৪৫ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪০ হাজার ৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই শাটডাউনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকায় ভারত তৃতীয় স্থানে আছে। ভারতে ২০২১ সালে ১,১৫৭ ঘণ্টা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে ৫৮২.৮ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪,৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ইন্টারনেট বন্ধের কারণে ৫৯ লাখ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের রাজধানী নয়াদিল্লিতেও কৃষক আন্দোলনের সময় দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বন্ধ ছিল।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন