বিদেশী সংস্থার সঙ্গে টক্করে Mahindra, এবার মেড-ইন-ইন্ডিয়া SUV লঞ্চ করল নিউজিল্যান্ডে

ভারতের এসইউভি (SUV) স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra) তাদের ফ্ল্যাগশিপ গাড়ি XUV700 এবারে সুদূর নিউজিল্যান্ডের বাজারে লঞ্চ করল। যার মূল্য ৩৬,৯৯০ ডলার থেকে ৪৩,৯৯০ ডলার ধার্য করা…

ভারতের এসইউভি (SUV) স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra) তাদের ফ্ল্যাগশিপ গাড়ি XUV700 এবারে সুদূর নিউজিল্যান্ডের বাজারে লঞ্চ করল। যার মূল্য ৩৬,৯৯০ ডলার থেকে ৪৩,৯৯০ ডলার ধার্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ লক্ষ থেকে ২২.৬০ লক্ষ টাকা। এসইউভি-টি মোট তিনটি ভ্যারিয়েন্টে হাজির করা হয়েছে – AX5, AX7, AX7 L। উল্লেখ্য, ভারতে তৈরি হওয়া XUV700 মডেলটি নিউজিল্যান্ডের বাজারে রপ্তানি করবে মাহিন্দ্রা। আবার দক্ষিণ আফ্রিকার বাজারেও এটি বিক্রি করা হয়।

Mahindra XUV700 লঞ্চ হল নিউজিল্যান্ডে

XUV700 লঞ্চের মাধ্যমে নিউজিল্যান্ডের বাজারে ব্যবসায় মাহিন্দ্রার নতুনভাবে উদ্দীপনা এসেছে। কারণ এর আগে দীর্ঘদিন সে দেশের বাজারে নতুন কোন গাড়ি লঞ্চ করেনি সংস্থাটি। তবে XUV700 লঞ্চের ক্ষেত্রেও বেশ কিছুটা বিলম্ব হয়েছে। যার জন্য দায়ী জোগান-শৃঙ্খলের বিচ্ছিন্নতা। এদিকে এদেশেও গাড়িটির দীর্ঘ ওয়েটিং পিরিয়ড। তাই সেদেশে লঞ্চের বিলম্বে বিশেষ বিস্ময় সৃষ্টি করে না।

Mahindra XUV700 : ইঞ্জিন

নিউজিল্যান্ডের বাজারে মাহিন্দ্রা এক্সইউভি৭০০ একটি ২.০ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনে হাজির হয়েছে। যা থেকে সর্বোচ্চ ২০০ বিএইচপি শক্তি শক্তি এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। ভারতের মতোই সে দেশের AX5 মডেলটি ফাইভ সিটার সহ কেনা যাবে। যেখানে AX7 ও AX7 L হল সেভেন সিটার মডেল।

Mahindra XUV700 : ফিচার্স

Mahindra XUV700-এর ফিচারের তালিকায় রয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম বা অ্যাডাস (ADAS), একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, একটি ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ১৮ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ওয়্যারলেস চার্জিং, একটি প্যানোরামিক সানরুফ, দুটি ১০.২৫ ইঞ্চি স্ক্রিন (একটি ডিজিটাল কনসোল এবং অপরটি ইনফোটেনমেন্ট সিস্টেম)।

Mahindra XUV700 : কালার অপশন

গাড়িটিতে অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে রয়েছে এলইডি ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প, অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, টিপিএমএস, সাতটি এয়ারব্যাগ, লেদারেট সিট আপহোলস্টেরি, ১২ স্পিকার সহ ৩ডি সাউন্ড সিস্টেম, ইএসপি, ট্রাকশন কন্ট্রোল, হিল হোল্ড, রোল স্টেবিলিটি কন্ট্রোল, ব্রেক আসিস্ট সহ আরও অন্যান্য ফিচার। নিউজিল্যান্ডে এসইউভি মডেলটি পাঁচটি রংয়ের বিকল্পে বেছে নেওয়া যাবে – এভারেস্ট হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, ড্যাজলিং সিলভার, রেড রেগ এবং ইলেকট্রিক ব্লু।

এদিকে, XUV700-এর পাশাপাশি নতুন Scorpio-N নিউজিল্যান্ডে এ বছরই লঞ্চ করা হবে বলে নিশ্চিত করেছে মাহিন্দ্রা। বর্তমানে গাড়িটির পুরনো প্রজন্মের পিকআপ ভার্সনটি বিক্রি করা হয়। এদিকে মাহিন্দ্রার প্রথম ইলেকট্রিক এসইউভি XUV400-ও চলতি বছরেই সে দেশে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন