ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে Bullet বাইকের মডিফিকেশন করালেন আর্মি অফিসার
রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর সাথে ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘদিনের এক নিবিড় সম্পর্ক রয়েছে। সেই ১৯৪৯ সাল অর্থাৎ...রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর সাথে ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘদিনের এক নিবিড় সম্পর্ক রয়েছে। সেই ১৯৪৯ সাল অর্থাৎ স্বাধীনতার দু'বছর পর থেকে ভারত মাতার বীর সন্তানদের লড়াইয়ের পথ সুগম করতে মোটরসাইকেল সরবরাহ করে আসছে সংস্থাটি। আবার মডিফিকেশনের ক্ষেত্রেও রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলগুলির জুড়ি মেলা ভার। কারণ এগুলিতে মডিফাই করে ভিন্ন রূপ ফুটিয়ে তোলা খুব সহজ। এই প্রতিবেদনে তেমনি একটি মডিফায়েড Royal Enfield Bullet 350 সম্পর্কে আলোচনা করা হল।
Royal Enfield Bullet 350 মডিফিকেশন
Bullet 350-এর একটি মডেল মডিফাই করে ভারতীয় সেনাবাহিনীর আদর্শ পথসঙ্গী বানিয়ে তাক লাগিয়েছে এইমার কাস্টমস (Eimor Customs) নামক এক প্রখ্যাত বাইক কাস্টমাইজেশন সংস্থা। সেই কাস্ট আয়রন ইঞ্জিন যুগের বুলেট ৩৫০ মডেলটির মালিক একজন সেনা আধিকারিক। তিনি তাঁর সেই দীর্ঘদিনের পথসঙ্গীকে নতুন রূপে সাজিয়ে তুলতেই মডিফাই করার পথ বেছে নিয়েছেন। বাইকটির আদ্যপান্ত নতুন ডিজাইনে সাজিয়ে আর্মি অফিসারের মনের সাধ পূরণ করেছে সংস্থাটি।
Royal Enfield Bullet 350 নতুন কালার স্কিম
মোটরসাইকেলটি আর্মি গ্রীন কালার স্কিমে শোভিত করা হয়েছে। সাথে ব্ল্যাক্ড-আউট যন্ত্রাংশগুলি যেন আরও বেশি চমকাচ্ছে। যার মধ্যে রয়েছে ইঞ্জিন কেসিং, শক অ্যাবসর্বার, ইঞ্জিন গার্ড, হ্যান্ডেল বার, রিয়ার ভিউ মিরর, সিট এবং এগজস্ট। আবার অ্যালয় হুইলেও ব্ল্যাক ফিনিশিং নজরে পড়েছে। এতে দেওয়া হয়েছে টিউবলেস টায়ার।
Royal Enfield Bullet 350 ডিজাইন
এইমার কাস্টমস বাইকটিতে আজ তারা বিশিষ্ট এলইডি হেডল্যাম্প দিয়েছে। ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড প্যানেলে রয়েছে সেনাবাহিনীর প্রতীক যা পেইন্ট স্কিমকে পূর্ণতা দান করেছে। পুরনো সিট বদলে নতুন নরম আসন যুক্ত করা হয়েছে, যা আগের চাইতে অধিক আরামদায়ক। আবার দর্শনের দিক থেকেও বেশ চমকপ্রদ। ডিস্ক ব্রেক এবং নতুন শক অ্যাবজর্ভার যুক্ত করা হয়েছে এতে। এর ফলে রাইডিংয়ের অভিজ্ঞতা আরও ভালো মিলবে। আবার ফেন্ডারটিও নতুন।
তবে মডিফায়েড Royal Enfield Bullet 350-এর কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটানো হয়নি। স্টক মডেলের মতোই এটির ৩৪৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। মডিফিকেশন করা হলেও বাইকটিকে চিনতে ভুল হবে না। কারণ এতে বুলেটের নিজস্ব ঘরানা বজায় রাখা হয়েছে।