Maruti Suzuki: ৩০ লাখ অব্দি বীমার সুবিধা, গাড়ির দামের ৯০% পর্যন্ত লোন, ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে জোট বেঁধে ঘোষণা মারুতির

২০২২-এ পা রাখার পর থেকে দু’বার সমস্ত গাড়ির দাম বাড়িয়েছে দেশের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti...
SUMAN 27 April 2022 11:55 PM IST

২০২২-এ পা রাখার পর থেকে দু’বার সমস্ত গাড়ির দাম বাড়িয়েছে দেশের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)। এই মূল্যবৃদ্ধির জন্য দু’বারই কাঁচামালের খরচ বেড়ে যাওয়াকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সংস্থাটি। তবে এবার ক্রেতাদের স্বস্তি দিতে ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)-এর সাথে হাত মেলানোর কথা ঘোষণা করল মারুতি। এর ফলে সংস্থার ৫,৭০০-র অধিক শোরুম থেকে সহজ কিস্তিতে গাড়ি কিনতে পারবেন গ্রাহকরা। দেশের মেট্রো শহরাঞ্চল, শহর, মফস্বল এবং গ্রামাঞ্চলে শাখা রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কের। ফলে গাড়ি সংস্থাটিকে আরও বেশি সংখ্যক গ্রাহক ধরতে সহায়তা করবে।

এই ফাইন্যান্স স্কিমের আওতায় গাড়ির অন-রোড মূল্যের ৯০ শতাংশ লোন পাবেন ক্রেতারা। অর্থাৎ কোনো গাড়ির অন-রোড দাম ১০ লক্ষ টাকা হলে, ৯ লাখ টাকা লোন দেবে ইন্ডিয়ান ব্যাঙ্ক। এছাড়া গ্রাহকরা পাবেন জিরো প্রসেসিং চার্জ, ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পথ দুর্ঘটনার বীমা এবং নিখরচায় FASTag লাগানোর সুবিধা। আবার লোনের অর্থ পরিশোধ করার জন্য গ্রাহকরা পেয়ে যাবেন ৮৪ মাস পর্যন্ত দীর্ঘ সময়সীমা। ৩০ জুন, ২০২২ পর্যন্ত এই স্কিমের সুবিধা পাওয়া যাবে।

মারুতি সুজুকির ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব (মার্কেটিং অ্যান্ড সেলস) বলেন, “অটোমোবাইল শিল্পে ৮০ শতাংশ গ্রাহক ফাইন্যান্সে গাড়ি কেনেন৷ ফলে ক্রেতাদের নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করার লক্ষ্যে মারুতি সুজুকির সঙ্গে ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক নয় এমন একাধিক সরকারি ও বেসরকারি আর্থিক সংস্থার সাথে পার্টনারশিপ রয়েছে।” ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে চুক্তিবদ্ধ হওয়ার ফলে গ্রাহকরা পাবেন অতিরিক্ত ফাইন্যান্সিংয়ের বিকল্প।

ভারতের ২,১৫৬টি শহর ও মফস্বলে ৩,৩৫৭-এর বেশি রিটেল বৃহৎ আউটলেট রয়েছে মারুতি সুজুকির। এখনও পর্যন্ত মোট ৩৭টি আর্থিক সংস্থার সাথে গাঁটছড়া বেঁধেছে সংস্থাটি, যার মধ্যে ১২টি সরকারি ব্যাঙ্ক, ১১টি বেসরকারি ব্যাঙ্ক, ৭টি ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান এবং ৭টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক।

Show Full Article
Next Story