Tata Semiconductor: আইফোনের পর ভারতে সেমিকন্ডাক্টর তৈরি করছে টাটা, বিনিয়োগ ১.২০ লক্ষ কোটি টাকা

বৃহস্পতিবার, গুজরাট এবং আসামে আনুমানিক ১.২৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ সহ তিনটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের প্রস্তাবে...
techgup 2 March 2024 9:59 AM IST

বৃহস্পতিবার, গুজরাট এবং আসামে আনুমানিক ১.২৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ সহ তিনটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবগুলি অনুমোদন করার পর, টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অনুমোদিত এই তিনটি ইউনিট নির্মাণ আগামী ১০০ দিনের মধ্যেই শুরু হবে।

উল্লেখ্য, তাইওয়ানের পাওয়ারশিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ক্রপের (PSMC) সাথে অংশীদারিত্ব করে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড একটি সেমিকন্ডাক্টর ফ্যাব স্থাপন করবে। জানিয়ে রাখি, এই ইউনিটটি গুজরাতের ধলেরায় স্থাপন করা হবে। যার জন্য বিনিয়োগ করা হবে আনুমানিক ৯১,০০০ কোটি টাকা।

টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্রাইভেট লিমিটেড ২৭,০০০ কোটি টাকা বিনিয়োগ করে আসামের মরিগাও-তে আরেকটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন করবে।

অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, জাপানের রেনেসাঁস ইলেকট্রনিক্স কর্পোরেশন এবং থাইল্যান্ডের স্টার মাইক্রো ইলেকট্রনিক্স-এর সাথে সিজি পাওয়ার অংশীদারিত্ব করে গুজরাতের সানন্দে আরেকটি সেমি কন্ডাক্টর ইউনিট স্থাপন করবে, যার জন্য বিনিয়োগ করা হবে ৭,৬০০ কোটি টাকা।

Show Full Article
Next Story