গুগল প্লে স্টোর কে টেক্কা দিতে ভারত সরকার আনলো দেশীয় অ্যাপ স্টোর Mobile Seva Appstore

বিশ্বদরবারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে, গত বছরের দ্বিতীয়ার্ধ থেকেই ভারত সরকার 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির ওপর...
Anwesha Nandi 19 March 2021 2:48 PM IST

বিশ্বদরবারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে, গত বছরের দ্বিতীয়ার্ধ থেকেই ভারত সরকার 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির ওপর ব্যাপকভাবে জোর দিয়েছে। ফলত বিগত কয়েক মাসে আমরা একদিকে যেমন একাধিক দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম বা প্রোডাক্ট লঞ্চ হতে দেখেছি, তেমনি দেশের উৎপাদন ক্ষমতা বা প্রযুক্তি-বিজ্ঞান বিষয়ক দক্ষতার উন্নতির কথাও সবার সামনে এসেছে। এসেছে PUBG Mobile গেমের বিকল্প FAU-G, Twitter-এর বিকল্প Koo কিংবা WhatsApp-এর বিকল্প Sandes-এর মত বিভিন্ন দেশীয় অ্যাপ। সেক্ষেত্রে এবার শুধু মোবাইল অ্যাপ্লিকেশন নয়, ভারতকে 'আত্মনির্ভর' করে তোলার লক্ষ্যে আস্ত একটি অ্যাপ্লিকেশন স্টোর-ই লঞ্চ করে ফেলল সরকার! রিপোর্ট অনুযায়ী, ভারত সরকার গতকাল 'Mobile Seva Appstore' নামে দেশীয় অ্যাপ স্টোর চালু করেছে, যাতে ইতিমধ্যেই বিভিন্ন ডোমেইন ও বিভাগের অন্তর্গত ৯৬৫টির বেশি অ্যাপ উপলব্ধ হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সংসদে 'মোবাইল সেবা অ্যাপস্টোর'-টির লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি দেশীয় অ্যাপ স্টোরটির কার্যকারিতা এবং উদ্দেশ্য সম্পর্কে ভূয়সী প্রশংসা করে প্রসাদ জানিয়েছেন যে, এটি প্রথমে কোনো খরচ না নিয়েই সমস্ত অ্যাপ্লিকেশন হোস্ট করবে। এছাড়া বেসরকারী অ্যাপ্লিকেশনগুলিকে, সরকারি অ্যাপ স্টোরের অংশ হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই বিষয়ে রবিশঙ্কর আরো বলেন যে ইন্ডিয়া অ্যাপ মার্কেট স্ট্যাটিস্টিকসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লে স্টোরের ৫০% অ্যাপ্লিকেশন ভারতীয়দের দ্বারাই ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এখন থেকে, ভারতের ডিজিটাল সমাধান অ্যাক্সেসের জন্য অন্য দেশের অ্যাপ স্টোর এবং ডেভেলপারদের ওপর ততটাও নির্ভর করতে হবেনা বলেই তাঁর অভিমত। এদিকে, সরকারের ঘোষণার পর বিশেষজ্ঞরা আশা করছেন যে শিগগিরই আরো বেশি অ্যাপ্লিকেশন এই নতুন প্ল্যাটফর্মের অংশ হতে পারে। যার ফলে, আগামী দিনে অ্যাপ ডাউনলোড বা আপডেটের ক্ষেত্রে প্লে স্টোর, অ্যাপ স্টোর বা অন্যান্য বৈদেশিক মোবাইল অ্যাপ স্টোরগুলিকে সহজেই টেক্কা দিতে পারে 'মোবাইল সেবা অ্যাপস্টোর'।

প্রসঙ্গত, নিজস্ব অসুবিধা-প্রয়োজনীয়তা মেটাতে, গতবছরের তৃতীয় প্রান্তিক থেকে হঠাৎই ভারতীয় অ্যাপ মেকাররা Google Play সার্ভিসের দেশীয় বিকল্প খোঁজ করতে শুরু করেন। তাদের অভিযোগ ছিল যে, বৈদেশিক অ্যাপ্লিকেশন স্টোরে বিশেষ করে গুগল প্লে স্টোরে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এদিকে, Google বা Apple, কোনো কারণে ভারতে তাদের প্লে স্টোর বা অ্যাপ পরিষেবা বন্ধ করে দিলে কী হবে – সেই নিয়েও বেশ কয়েকদিন ধরেই দেশের মানুষ বা সরকারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে এখন এই মাথা ব্যথার অনেকটাই উপশম হবে বলে মনে হচ্ছে; কারণ ভারত সরকার নির্মিত নতুন মোবাইল অ্যাপ স্টোর প্ল্যাটফর্মটিতে, দেশের ডেভেলপাররা স্বাধীনভাবে নতুন অ্যাপ্লিকেশন আপলোড করতে বা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারবেন। আবার, ভারতীয় স্মার্টফোন ইউজারদেরও ইচ্ছেমত অ্যাপ অ্যাক্সেস করার জন্য গুগল কিংবা অ্যাপলের পছন্দের ওপর নির্ভর করতে হবে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it