Chip Making: ঘুম উড়বে চীনের, সেমিকন্ডাক্টর নির্মাণে বড় বিনিয়োগ ভারত সরকারের
বিশ্বের প্রায় বেশিরভাগ সেমিকন্ডাক্টর ব্র্যান্ড চীন বা তাইওয়ানে অবস্থিত। এই তালিকায় Huawei, TSMC-এর মতো সংস্থার নাম...বিশ্বের প্রায় বেশিরভাগ সেমিকন্ডাক্টর ব্র্যান্ড চীন বা তাইওয়ানে অবস্থিত। এই তালিকায় Huawei, TSMC-এর মতো সংস্থার নাম সামিল রয়েছে। কিন্তু এবার এই সমীকরণ কিছুটা হলেও পাল্টাতে চলেছে। কেননা ভারত সরকার 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগকে আরও জোরদার করার লক্ষ্যে, আগামী সপ্তাহগুলিতে একাধিক সেমিকন্ডাক্টর প্যাকেজিং এবং ফ্যাব্রিকেশন প্ল্যান্টের প্রস্তাব অনুমোদন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই দাবি আমাদের নয়! বরং ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar) টুইট করে স্বয়ং এই কথা নিশ্চিত করেছেন। বিশ্বের দরবারে ভারতকে 'বিজনেস মডেল' করে তোলার জন্যই যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সহজেই বোধগম্য।
এই বিষয়ে রাজীব চন্দ্রশেখর তার একটি সাম্প্রতিক টুইটে লিখেছিলেন যে - "@GoI_MeitY নেতৃস্থানীয় এবং ম্যাচিওর নোডগুলির জন্য নতুন ফ্যাব অ্যাপ্লিকেশন উইন্ডো আবার খুলে দিয়েছে। পলিসি ইম্প্রুভ হওয়ার আগেই যেহেতু ২০২২ সালের জানুয়ারীতে উইন্ডোটি বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই এই নতুন উইন্ডো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
জানিয়ে রাখি, ২৮-ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্ল্যান্টের জন্য প্রথম উইন্ডোটি ২০২২ সালের জানুয়ারি মাসে মাত্র ৪৫ দিনের জন্য খোলা রাখা হয়েছিল। কিন্তু এখন সরকার অনির্দিষ্টকালের জন্য উইন্ডো 'রি-ওপেন' করেছে যাতে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলি আবেদন করতে পারে।
আইটি মন্ত্রী আরো জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানিকে অনুমোদন করেছে এবং ইতিমধ্যেই প্যাকেজিং ও ম্যাচিওর নোড ফ্যাব প্রস্তাবও পেয়ে গেছে। আর নতুন উইন্ডো খোলার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো একাধিক নতুন সেমিকন্ডাক্টর প্যাকেজিং এবং ফ্যাব প্রস্তাব অনুমোদন করার পরিস্থিতি তৈরী হবে বলেও আশা করছেন সরকারি আধিকারিকরা। যদিও নতুন এবং বিদ্যমান চিপসেট নির্মাতা কোম্পানিগুলিকে তাদের প্রস্তাবকে নতুন ভাবে আবেদন করতে হতে পারে, এমনটাও ইঙ্গিত পাওয়া গেছে চন্দ্রশেখরের পোস্টে।
এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য, এদেশে সরকারের তরফ থেকে হালফিলে সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির জন্য ৭৬,০০০ কোটি টাকার প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিমও চালু করা হয়েছে। যা দেশীয় ও বিদেশী কোম্পানিগুলিকে ব্যবসায় সহযোগিতা করবে।
প্রসঙ্গে ফিরে আসা যাক আবার। গত মাসে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারত-ভিত্তিক সেমিকন্ডাক্টর ডিজাইন স্টার্টআপগুলিতে বিনিয়োগের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছিল। এক্ষেত্রে জানা যাচ্ছে, সরকার মোট ১০০টি সেমিকন্ডাক্টর ডিজাইন স্টার্টআপ তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এছাড়া আইটি মন্ত্রীর দাবি অনুসারে, ভারত শীঘ্রই সেমিকন্ডাক্টর স্পেসে ৮৫,০০০জন দক্ষ ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ করার প্রক্রিয়াও শুরু করতে চলেছে।