ফের ডিজিটাল স্ট্রাইক মোদী সরকারের, চীনা যোগের কারণে ব্লক করা হল 120টি সেন্ডার ID

ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে, চীনের সাথে সম্পর্কযুক্ত মোট ১২০টি সেন্ডার আইডি (Sender ID) বা হেডার (Header) ব্লক করা…

ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে, চীনের সাথে সম্পর্কযুক্ত মোট ১২০টি সেন্ডার আইডি (Sender ID) বা হেডার (Header) ব্লক করা হয়েছে। জানা গেছে, এই হেডারগুলিকে চীনের একটি হ্যাকার গ্রুপ পরিচালনা করছিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রদত্ত তথ্যের ভিত্তিতে গত দুই মাসের মধ্যে প্রত্যেকটি হেডারকে নিষিদ্ধ করা হয়েছে। মূলত, বাল্ক মেসেজ (Bulk SMS) পাঠিয়ে ভিক্টিমদের অ্যাকাউন্ট হ্যাক করার উদ্দেশ্যে এইসকল হেডার বা সেন্ডার আইডি বানানো হয়েছিল।

দ্য হিন্দু (The Hindi) প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে, ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা চীনা হেডারগুলিকে ব্লক করার এই বড় পদক্ষেপের খবর সামনে আসে। এই সেন্ডার আইডি বা হেডারগুলির মাধ্যমে – ব্যাঙ্ক, বিপণন সংস্থাগুলি, ইউটিলিটি পরিষেবা প্রদানকারী এবং অন্যান্য সরকারী অফিসের ছদ্মনামে তাদের গ্রাহকদের কাছে বাল্ক টেক্সট মেসেজ পাঠানো হতো। এর জন্য হেডারগুলিতে ব্যবহৃত অক্ষর এবং সংখ্যা এমনভাবে চয়ন করা হতো, যাতে ভোক্তারা দেখে কোনো ব্র্যান্ড, কোম্পানি বা এজেন্সির অফিসিয়াল মেসেজ হ্যান্ডেল হিসাবে এটিকে সনাক্ত করে। সহজে ভিক্টিমদের বিশ্বাস অর্জন করতে এবং তাদের প্রতারিত করতেই এরূপ সুচারু পরিকল্পনা ফেঁদেছিল চীনা হ্যাকার-গোষ্ঠী।

তদন্তের পর চীনা হেডারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে সংযুক্ত নিরাপত্তা সংস্থা ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C) দ্বারা তদন্ত রিপোর্ট পেশ করার পর সরকার সিদ্ধান্তে আসে যে, চিহ্নিত ১২০টি হেডার চীন দেশ থেকে পরিচালনা করা হচ্ছিলো। এই বিষয়ে মন্ত্রকের এক আধিকারিক বলেছেন যে – কিছু সময় পূর্বে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন’ (WBSEDC) -এর হেডার হ্যাক করেছিল একটি চীনা গোষ্ঠী। যারপর ধারাবাহিকভাবে বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের কাছে এই হেডারের মাধ্যমে বৈদ্যুতিক বিল সংক্রান্ত ভুয়া মেসেজ পাঠানো হয়। আর সরকারি মেসেজ হ্যান্ডেল থেকে এরূপ এসএমএস আসায় প্রায় প্রত্যেক গ্রাহকই নিঃসন্দেহে মেসেজটি সত্যি বলে মেনেও নেয়।

ম্যালওয়্যার লিঙ্ক যুক্ত মেসেজ পাঠাতো চীনা হেডারগুলি

সরকারি দপ্তরটি আরো জানিয়েছে যে, চীনা হেডারের মাধ্যমে পাঠানো মেসেজগুলিতে ম্যালিশিয়াস লিঙ্ক দেওয়া থাকতো। যেহেতু সেন্ডার আইডিগুলি কেন্দ্র বা রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের সাথে সংযুক্ত ছিল, সেহেতু গ্রাহকেরা সহজেই প্রাপ্ত মেসেজটি বিশ্বাস করে লিঙ্কে ক্লিক করতেন। আর এইসকল লিঙ্কে ক্লিক করা মাত্রই ভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোনের অ্যাক্সেস চলে যেত সরাসরি হ্যাকারদের কাছে। যারপর ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো ভিক্টিমদের।

প্রায় তিন বছর ধরে এই স্ক্যামিং কাণ্ড পরিচালনা করা হচ্ছিলো

অপর এক সরকারি আধিকারিকের বিবৃতি অনুসারে, এই স্ক্যামিংয়ের ঘটনা কমপক্ষে ৩ বছর ধরে পরিচালনা করা হচ্ছিলো এবং ২০২৩ সালে এসে I4C -এর তদন্তের পরিপ্রেক্ষিতে এটি প্রকাশ্যে এসেছে। তদন্তের সময় ব্লক করা প্রত্যেকটি হেডারের আইপি (IP) অ্যাড্রেস পরীক্ষা করে দেখা হয়। যার দরুন সেন্ডার আইডিগুলি চীনের একটি হ্যাকার গ্ৰুপ পরিচালনা করছে বলে সামনে আসে। I4C প্রদত্ত তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর, ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ (TRAI) সমস্ত টেলিকম সংস্থাকে এই বিষয়ে অবগত করে এবং আগামী ৩০ দিনের মধ্যে এই সক্রিয় বা নিষ্ক্রিয় হেডারগুলির বিষয়ে ফিডব্যাক দেওয়ার কথা সাফ জানিয়েছে। পাশাপাশি এখনো যে সেন্ডার আইডিগুলি সক্রিয় আছে, সেগুলিকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন