Mozilla Firefox ব্রাউজারে লুকিয়ে বিপদ, সতর্ক করল কেন্দ্রীয় সরকারের সাইবার সিকিউরিটি টিম
মাইক্রোসফট এজ এল পর এবার Mozilla Firefox ব্যবহারকারীদের সতর্ক করল ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা ইন্ডিয়ান...মাইক্রোসফট এজ এল পর এবার Mozilla Firefox ব্যবহারকারীদের সতর্ক করল ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) এই ইন্টারনেট ব্রাউজারে কিছু সমস্যা খুঁজে পেয়েছে এবং তার সমাধানও বাতলে দিয়েছে। তারা জানিয়েছে, ব্রাউজারটির সমস্যা কাজে লাগিয়ে হ্যাকাররা ডিভাইসের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। আসুন Mozilla Firefox ব্রাউজারের কোথায় সমস্যা আছে দেখে নেওয়া যাক।
সিইআরটি-ইন বলেছে, ফায়ারফক্স, ফায়ারফক্স ইএসআর এবং থান্ডারবার্ড ভার্সনে সমস্যা খুঁজে পেয়েছে তারা। এই সমস্যা মোজিলা ফায়ারফক্স ১৩১-এর আগের ভার্সন, ১২৮.৩ এবং ১১৫.১৬ এর আগের ফায়ারফক্স ইএসআর (এক্সটেন্ডেড সাপোর্ট রিলিজ) ভার্সন এবং থান্ডারবার্ড ১২৮.৩ এবং ১৩১ এর আগের ভার্সনে উপস্থিত আছে। মোবাইল ও পিসি উভয় ব্যবহারকারীই এই সমস্যার কারণে হ্যাকারদের টার্গেট হতে পারেন।
তবে সমস্যা সমাধানের রাস্তাও বলে দিয়েছে সিইআরটি-ইন। তারা জানিয়েছে, ইতিমধ্যেই সমস্যা সম্পর্কে অবগত হয়ে Mozilla Firefox নতুন সিকিউরিটি আপডেট রিলিজ করেছে। তাই উল্লেখিত ভার্সনগুলির লেটেস্ট আপডেট ডিভাইসে ইনস্টল করলে আর সমস্যা থাকবে না। লেটেস্ট আপডেট ডাউনলোডের জন্য নীচের ধাপগুলি অনুসরণ করুন -
১. Mozilla Firefox ব্রাউজারের মেনুতে যান এবং Help অপশনে ক্লিক করুন।
২. "About Firefox" বা "About Thunderbird" বিভাগে ক্লিক করুন।
৩. নতুন আপডেট এসেছে কিনা চেক করুন এবং এলে ডাউনলোড করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে তা অনুসরণ করুন।
৪. উল্লেখ্য, লেটেস্ট ভার্সন আপডেট হওয়ার সময় আপনার ডিভাইসের স্ক্রিনে একটি পপআপ আসবে। এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন।Mozilla Firefox ব্রাউজারে লুকিয়ে বিপদ, সতর্ক করল কেন্দ্রীয় সরকারের সাইবার সিকিউরিটি টিম