বিনামূল্যে AI ট্রেনিংয়ের ব্যবস্থা করল ভারত সরকার, এখানে নাম রেজিস্টার করুন

ভারত সরকার সম্প্রতি তাদের ‘ইন্ডিয়া ২.০’ (India 2.0) প্রোগ্রামের অংশ হিসাবে একটি নতুন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি’ (AI) প্রশিক্ষণ কোর্স দেশবাসীর জন্য উপলব্ধ করার ঘোষণা করেছে। এই…

ভারত সরকার সম্প্রতি তাদের ‘ইন্ডিয়া ২.০’ (India 2.0) প্রোগ্রামের অংশ হিসাবে একটি নতুন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি’ (AI) প্রশিক্ষণ কোর্স দেশবাসীর জন্য উপলব্ধ করার ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক একটি বিনামূল্যের অনলাইন প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করা হবে, যা স্কিল ইন্ডিয়া (Skill India) এবং GUVI সংস্থার যৌথ সহযোগিতায় ডেভলপ করা হয়েছে। এছাড়া ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন ও স্কিল ডেভলপমেন্ট বিভাগীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন যে – আলোচ্য ‘এআই ফর ইন্ডিয়া ২.০’ (AI for India 2.0) প্রোগ্রামটি ‘ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং’ (এনসিভিইটি) এবং আইআইটি মাদ্রাজ (IIT Madras) দ্বারাও স্বীকৃতি প্রাপ্ত।

জানিয়ে রাখি, GUVI হল আইআইটি-মাদ্রাজ এবং আইআইএম-আহমেদাবাদের যৌথ উদ্যোগে উদ্ভূত একটি বিশিষ্ট এড-টেক (এডুকেশন টেকনোলজি) কোম্পানি। যা ব্যক্তিগতকৃত বা পার্সোনালাইজড লার্নিং সলিউশন বিষয়ক ট্রেনিং প্রদান করে থাকে। এক্ষেত্রে সংস্থাটি “শিক্ষার্থীদের বিভিন্ন আঞ্চলিক ভাষায় টেকনোলজি স্কিল শেখানোর উপর অধিক ফোকাসড” থাকবে বলে জানিয়েছে। আর এই উদ্দেশ্য পূরণের জন্য – অনলাইন লার্নিং, আপস্কিলিং এবং কোর্স-পরবর্তী সময়ে নিয়োগের ক্ষেত্রে বিস্তৃত সুযোগ-সুবিধা অফার করা হবে বলেও নিশ্চিত করেছে GUVI।

উল্লেখ্য, ভারত সরকার দ্বারা ঘোষিত এই নয়া কোর্সটি ইউজারদের জন্য নয়টি ভিন্ন ভারতীয় ভাষায় উপলব্ধ থাকছে। আপনারা যদি নিজেকে এই ফ্রি কোর্স করতে চান, তবে GUVI সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে। এক্ষেত্রে সাইন আপ করার সময়ে আপনার – জাভা, কোডিং, সাইবার সিকিউরিটি সহ এরূপ অন্যান্য বিষয়ে জ্ঞান আছে কিনা তা জিজ্ঞাসা করা হবে। তবে আপনি যদি আলোচ্য বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল না থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। এই এআই প্রোগ্রামিংয়ের অধীনে আপনি উল্লেখিত বিষয়গুলির সম্পর্কে গভীরভাবে জ্ঞান অর্জন করতে এবং বিশদে শিখতে পারবেন।

নতুন AI for India 2.0 কোর্স সম্পর্কে GUVI সংস্থার আধিকারিক সাইটে বলা হয়েছে যে – “আপনি যদি আগে কখনও প্রোগ্রামিং না করে থাকেন, কিন্তু বেসিক সিনট্যাক্স জানেন বা পাইথনের মতো প্রোগ্রাম সম্পর্কে জানতে চান, তবে এই কোর্সটি আপনার জন্য! এই কোর্স আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং পাইথন সম্পর্কে ধারণা দেবে।”

তদুপরি ‘এআই ফর ইন্ডিয়া ২.০’ প্রোগ্রামের লঞ্চ ইভেন্ট চলাকালীন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান – বিভিন্ন ভারতীয় ভাষায় টেকনোলজি কোর্স অফার করার প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দিয়েছেন। তার দৃঢ় বিশ্বাস এই যে – প্রযুক্তিগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে ভাষার প্রতিবন্ধকতা ভেঙ্গে ফেলা অত্যন্ত জরুরি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে শেখার দরুন দেশের যুবক-সমাজ অত্যন্ত লাভবান হবে। বিশেষত গ্রামীণ যুবক সম্প্রদায়ের ক্ষমতায়নের লক্ষ্যে এই কোর্স নিয়ে আসা হয়েছে বলেও স্বীকারোক্তি পাওয়া যায় প্রধান মহাশয়ের থেকে।

আর এই একই উদ্দেশ্যেই অর্থাৎ ভারতের প্রত্যেকটি শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও যাতে নিজেদের এআই ফর ইন্ডিয়া ২.০ কোর্সে নাম নথিভুক্ত করতে পারে, তা নিশ্চিত করতে দেশের কেন্দ্রীয় সরকার এই প্রোগ্রামকে অনলাইন মোডে বিনামূল্যে অফার করার সিদ্ধান্ত নিয়েছে। সর্বোপরি, আলোচ্য প্রোগ্রামের গুণমান NCVET এবং আইআইটি মাদ্রাজের তত্ত্বাবধানে থাকবে বলেও জানতে পেরেছি আমরা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন