E-Scooter Fire Enquiry: ইলেকট্রিক স্কুটারে পরপর আগুন ধরে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন সরকার, তদন্তের নির্দেশ

বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমাতে বিশ্বের প্রায় সকল দেশ বৈদ্যুতিক যানবাহনের প্রসারে উৎসাহ দিচ্ছে। ভারতও সেই পথের পথিক। দেশে বৈদ্যুতিক যানবাহনের বিক্রি বাড়াতে FAME-II ভর্তুকি প্রকল্প…

বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমাতে বিশ্বের প্রায় সকল দেশ বৈদ্যুতিক যানবাহনের প্রসারে উৎসাহ দিচ্ছে। ভারতও সেই পথের পথিক। দেশে বৈদ্যুতিক যানবাহনের বিক্রি বাড়াতে FAME-II ভর্তুকি প্রকল্প চালু করেছে কেন্দ্র। আশা জুগিয়ে ব্যাটারি চালিত গাড়ির বিক্রি বাড়ছেও। কিন্তু ‘এক বালতি দুধ এক ফোঁটা চনা’-র মতো কাজ করল সম্প্রতি ভারতে ঘটে যাওয়া বৈদ্যুতিক স্কুটারের মর্মান্তিক দুটি ভিন্ন অগ্নিকাণ্ড। মানুষকে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের কথা বলার পর এহেন অনভিপ্রেত ঘটনার কারণে মুখ রক্ষার্থে অবশেষে অগ্নিকাণ্ড দুটির তদন্তের নির্দেশ দিল কেন্দ্র।

সম্প্রতি, পুণেতে ওলা ইলেকট্রিক (Ola Electric) এবং তামিলনাড়ুর ভেলোরে ওকিনাওয়া (Okinawa)-র বৈদ্যুতিক স্কুটারে আগুন লেগে যাওয়ার ঘটনা সামনে আসার পর গ্রাহকদের সুরক্ষা এবং যানবাহনের কার্যকারিতা সম্পর্কে চিন্তিত কেন্দ্র। সড়ক ও পরিবহণ মন্ত্রকের সচিব গিরিধর আরামানে (Giridhar Aramane) এ প্রসঙ্গে বলেন, “আমরা একজন স্বতন্ত্র বিশেষজ্ঞের কাছে বিষয়টি জানিয়েছি… এই ঘটনার কারণ এবং পরিস্থিতি সম্পর্কে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যদি কোনো সমস্যা থাকে, আমরা নিশ্চিত করছি যে তারা বিষয়টির যত্ন নেবেন। ওলা এবং ওকিনাওয়ার ই-স্কুটারে অগ্নিকান্ডের ঘটনাটি সম্প্রতি ঘটেছে, তাই আমরা এর তদন্ত করব।” তদন্তকারী বিশেষজ্ঞ দলের সম্পর্কে তাঁর বক্তব্য, “অবশ্যই তাঁরা ঘটনা দু’টির ভেতরের এবং বাইরের কারণ সম্পর্কে জানার চেষ্টা করবেন। বাইরে থেকে আগুন লাগার জন্য, নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হবে।”

কার্যত এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর উক্ত সংস্থার বৈদ্যুতিক স্কুটারের ব্যবহারকারীদের মনে সংশয় দানা বেঁধেছে। এদিকে ওলার এক মুখপাত্রের কাছে এই ঘটনার প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি। এমনকি সংস্থাটি এই স্কুটারের মডেলের উৎপাদন প্রক্রিয়াটি গ্রাহকদের সুরক্ষার্থে পুনরায় খতিয়ে দেখবে কিনা জিজ্ঞেস করা হলে তারও কোনো সদুত্তর মেলেনি। তবে একটি বিবৃতিতে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ভাবিশ আগরওয়াল বলেছেন, “সুরক্ষা সবার আগে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তার সমাধান করা হবে।”