India Post: দেশজুড়ে শুরু হয়েছে নয়া জালিয়াতি, সতর্কতা জারি ভারত সরকারের

অনলাইন প্রতারকদের (Cyber Scammer) কাছে প্রতারণার কৌশলের অভাব নেই। তাই, এরা প্রত্যেকটি প্রতারণার ক্ষেত্রেই আলাদা আলাদা...
Julai Modal 21 Jun 2024 1:58 PM IST

অনলাইন প্রতারকদের (Cyber Scammer) কাছে প্রতারণার কৌশলের অভাব নেই। তাই, এরা প্রত্যেকটি প্রতারণার ক্ষেত্রেই আলাদা আলাদা পন্থা অবলম্বন থাকে। সম্প্রতি, এরা আবার India Post-এর নাম করে সাধারন মানুষের সাথে প্রতারণা করা শুরু করেছে। সম্প্রতি কিছু X পোস্টের মাধ্যমে এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

এই জালিয়াতিতে প্রতারকেরা প্রথমে ব্যবহারকারীদের একটি এসএমএস পাঠায়, যা দেখে মনে হয় এসএমএসটি,থেকে পাঠানো হয়েছে। আর সেই মেসেজে দাবি করা হয় যে, ব্যবহারকারী প্রেরিত প্যাকেজ হাবে পৌঁছেছে, কিন্তু অবিলম্বে ঠিকানা আপডেট না করলে প্যাকেজটি ফেরত পাঠানো হবে। এরই সাথে সেই মেসেজে একটি লিঙ্ক দেওয়া হয়। আর এই লিঙ্কে একবার ক্লিক করলেই অর্থ হারানোর মতন বিপদজনক ঘটনা ঘটতে পারে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি ফ্যাক্ট চেক এই ধরনের মেসেজগুলিকে ভুয়ো হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও, তারা জনসাধারণকে সতর্ক করে বলেছে, ভারতীয় ডাক বিভাগ কখনোই প্যাকেজ পৌঁছানোর সময় ঠিকানা আপডেটের জন্য এই ধরনের এসএমএস পাঠায় না। তাই এই ধরনের জাল মেসেজ পেলে সতর্ক থাকুন।

কিভাবে নিরাপদে থাকবেন?

  • এই ধরনের মেসেজ পেলে সর্বদাই ক্রস চেক করুন। কারণ, India Post-এর তরফ থেকে আসা এসএমএসগুলি সাধারণত স্বীকৃত এবং ভেরিফাইড উৎস থেকে আসে।
  • অজানা এবং সন্দেহজনক উৎস থেকে আসা এসএমএসে কোনো লিঙ্ক থাকলে সেটিতে ক্লিক করবেন না।
  • সন্দেহজনক এসএমএস দেখলে সরাসরি সংস্থার অফিসিয়াল গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন।
  • কোনো ধরনের সন্দেহজনক মেসেজ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা পিআইবি ফ্যাক্ট চেকের মতো সংস্থায় রিপোর্ট করুন এবং অন্যদের এই জালিয়াতির শিকার হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করুন।
  • সর্বদা নিজের ডিভাইস এবং সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখুন।

Show Full Article
Next Story