২০২১ সালে ২,৮৩,৬৬৬ কোটি টাকার স্মার্টফোন বিক্রি হয়েছে ভারতে, পছন্দের ব্র্যান্ড Xiaomi

অতিমারি পরিস্থিতিতেও রেকর্ড আয়ের মুখ দেখলো ভারতীয় স্মার্টফোন বাজার। বাজার সমীক্ষাকারী সংস্থা CounterPoint Research -এর...
SUPARNAMAN 1 Feb 2022 8:24 PM IST

অতিমারি পরিস্থিতিতেও রেকর্ড আয়ের মুখ দেখলো ভারতীয় স্মার্টফোন বাজার। বাজার সমীক্ষাকারী সংস্থা CounterPoint Research -এর পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে দেশীয় স্মার্টফোন বাজারের আয় ৩৮ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২,৮৩,৬৬৬ কোটি টাকা) অতিক্রম করেছে যা এযাবৎকাল পর্যন্ত সর্বাধিক! এক্ষেত্রে পূর্ববর্তী বছরের তুলনায় স্মার্টফোন বাজারে বৃদ্ধির হার ২৭ শতাংশ। প্রায় ১৬৯ মিলিয়ন প্রোডাক্ট সরবরাহের ফলে দেশীয় স্মার্টফোন বাজারের এই অভূতপূর্ব বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে বলে Counterpoint Research সমীক্ষকেরা জানিয়েছেন।

সরবরাহের নিরিখে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi, ২য় Samsung

২০২১ সালে দেশীয় স্মার্টফোন বাজারের রেকর্ড আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে চীনা ব্র্যান্ড শাওমি (Xiaomi)। সমীক্ষাকারী সংস্থার মতে আলোচ্য সময়পর্বে শাওমির দখলে রয়েছে সর্বোচ্চ ২৪ শতাংশ বাজার শেয়ার। এভাবে সংস্থাটি বর্তমানে দেশের এক নম্বর স্মার্টফোন সরবরাহকারী ব্র্যান্ডে পরিণত হয়েছে। বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের (৩০,০০০ টাকার বেশি) স্মার্টফোন বিক্রিতে সংস্থার আয় বার্ষিক ২৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে যাকে দুর্দান্ত বললেও কম বলা হয়।

শাওমির পর গতবছর দেশীয় বাজারে সর্বাধিক স্মার্টফোন সরবরাহকারী ব্র্যান্ডের নাম স্যামসাং (Samsung)। এক্ষেত্রে ১৮ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখে দক্ষিণ কোরীয় সংস্থাটি দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। তবে এই খবরে খুব একটা খুশি হওয়ার কিছু নেই। কারণ পূর্ববর্তী বছরের তুলনায় ২০২১ সালে স্যামসাং ৮ শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ফোল্ডেবল (Fold এবং Flip) স্মার্টফোনের বিভাগে সংস্থাটি বেশ অগ্রগতি প্রত্যক্ষ করেছে বলে সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে।

আলোচ্য তালিকায় তৃতীয় স্থান হাসিল করেছে রিয়েলমি (Realme)। এটি এই মুহূর্তে দেশের সবথেকে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড। ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সংস্থাটির দখলে রয়েছে ১৪ শতাংশ বাজার শেয়ার। তবে আলোচ্য বছরের চতুর্থ প্রান্তিকে বাৎসরিক ২০ শতাংশ বৃদ্ধির কারণে সংস্থাটি স্মার্টফোন সরবরাহকারী ব্র্যান্ডের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে যা এক্ষেত্রে উল্লেখ্য।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তালিকায় যে ব্র্যান্ডদ্বয় যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করেছে তারা হলো ভিভো (Vivo) এবং ওপ্পো (Oppo)। অবশ্য শুধুমাত্র 5G স্মার্টফোন বিক্রির কথা ধরলে ভিভোর দখলে রয়েছে সর্বোচ্চ ১৯ শতাংশ বাজার শেয়ার। এছাড়া জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপল (Apple) অপেক্ষাকৃত অধিক মূল্যের (৩০,০০০ টাকার বেশি) স্মার্টফোন বিক্রি বাবদ আয়ে বাৎসরিক ১০৮ শতাংশ বৃদ্ধির মুখ দেখেছে বলে সমীক্ষাকারী সংস্থা জানিয়েছে।

Show Full Article
Next Story