Helmet: কোয়ালিটি দুর্ধর্ষ, ভারতীয় সংস্থা বিশ্বের অন্যতম হালকা হেলমেট লঞ্চ করল

এমন অনেকেই আছেন যারা হেলমেটের অতিরিক্ত ওজনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে তা পরা থেকে বিরত থাকেন। এর ফলে মাথা হেলমেটে না...
techgup 6 Sept 2022 6:03 PM IST

এমন অনেকেই আছেন যারা হেলমেটের অতিরিক্ত ওজনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে তা পরা থেকে বিরত থাকেন। এর ফলে মাথা হেলমেটে না ঢেকে বাইক বা স্কুটার নিয়ে রাস্তায় বেড়িয়ে নিজেদেরকে ঝুঁকির মুখে ঠেলে দেন তারা। তবে এই সমস্যার মুশকিল আসান এবার হাজির। পরিত্রাতার নাম Tiivra Ventures‌ । ভারতীয় এই স্টার্টআপ সংস্থা এমন এক হেলমেট তৈরি করেছে, যা পৃথিবীর সবচেয়ে হালকা হেলমেটগুলির মধ্যে একটি। ১,২৫০ গ্রাম ওজনের এই হেলমেটটি কম্পোজিট ফাইবার দিয়ে তৈরি।

যে সকল বাইকার খুব দ্রুতগতিতে বাইক চালাতে স্বাচ্ছন্দ বোধ করেন তাদের কথা ভেবেই এই হেলমেটের ডিজাইন এমনভাবে করা হয়েছে, যাতে সহজেই সামনের বাতাসকে কেটে এগিয়ে চলতে পারে। দেশের অসংখ্য মোটরসাইকেল ব্যবহারকারীদের কাছ থেকে তাদের পছন্দ-অপছন্দের কথা শুনে এবং সমস্ত মতামত একত্রিত করে ওই হেলমেট বানিয়েছে মুম্বাইয়ের সংস্থাটি।

হেলমেটটি ইতিমধ্যেই DOT ও ISI এর তরফে গুণমানের শংসাপত্র আদায় করে নিয়েছে‌। আবার ECE 20.6 সার্টিফিকেট হাতে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে Tiivra Ventures। যা বিশ্বের কঠোর মানের পরীক্ষাগুলির মধ্যে একটি। সংস্থাটির নতুন হেলমেট রেঞ্জের দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকা। উল্লেখ্য, হেলমেট ছাড়াও জার্সি এবং বাইকারদের জন্য বালাক্লোভা তৈরি করে এরা।

এবার বিশেষ এই হেলমেটের গঠনের দিকে নজর দিলে দেখা যাবে এতে এমন ধরনের ফাইবার ব্যবহার করা হয়েছে, যা খুব কঠিন অভিঘাতও সহন করতে সক্ষম। এমনকি এর সামনে এক বিশেষ ধরনের গ্লাস লাগানো হয়েছে যা হাইওয়েতে দৃশ্যমানতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। হেলমেটে লাগানো হয়েছে স্টারব্লেজের প্রলেপযুক্ত এক বিশেষ ধরনের স্পয়লার। যা আসলে কাস্টম ডেভেলপড গোল্ড কোটিং। এমনকি রাতের অন্ধকারে দূর থেকে বোঝার জন্য ছোট ছোট রিফ্লেক্টিভ ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়েছে হেলমেটে।

রাইডারদের পছন্দমত ছয়টি আলাদা ডিজাইনের মিলবে এটি- Xroads, Sabre, Razztazz, T 1, Buzzy ও Demon। S, M, L ও XL এই চারটি আলাদা সাইজে পাওয়া যাবে এই হেলমেট। এছাড়াও Race fit ও Street fit এই দুটি আলাদা ফিটে পাওয়া যাবে এই হেলমেটটি। সাথে থাকবে অতিরিক্ত একটি স্মোকড ভাইজার। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে‌। সেপ্টেম্বরের শেষে ডেলিভারি শুরু হবে।

Show Full Article
Next Story