পুরো ১ মাসের ভ্যালিডিটিতে মিলবে কল, এসএমএস, ডেটা বেনিফিট; Jio, Airtel, BSNL ও Vi-এর নয়া প্ল্যানগুলি দেখে নিন
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI (ট্রাই) চলতি বছরের জানুয়ারিতে এক নির্দেশিকা জারি করে বলেছিল যে, সকল...টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI (ট্রাই) চলতি বছরের জানুয়ারিতে এক নির্দেশিকা জারি করে বলেছিল যে, সকল টেলিকম অপারেটরকে ৩০ দিনের মেয়াদযুক্ত ন্যূনতম একটি প্রিপেইড প্ল্যান মার্কেটে আনতে হবে। আসলে গত পাঁচ বছর ধরে ইউজারদের কাছ থেকে এক মাসের টাকা নেওয়া হলেও পরিবর্তে কিন্তু কোম্পানিগুলি ২৮ দিনের মেয়াদের প্ল্যান দিচ্ছিল। ফলে এমত পরিস্থিতিতে বছরে ১৩ মাস রিচার্জ করতে হচ্ছিল গ্রাহকদের। এই নিয়ে অনেক বিরোধিতার পর অবশেষে TRAI মাসিক বৈধতাসহ রিচার্জ প্ল্যান চালু করার নির্দেশ দেয়। আর রেগুলেটরের নির্দেশের তিন মাস পর দেশের সবকটি টেলিকম সংস্থাই সম্প্রতি ৩০ দিন ও ৩১ দিনের ভ্যালিডিটি সম্পন্ন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। তাহলে চলুন Jio (জিও), Airtel (এয়ারটেল), Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) এবং BSNL (বিএসএনএল)-এর সেরা ৩০ দিন ও ৩১ দিনের রিচার্জ প্ল্যানগুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।
Jio-র নতুন মাসিক ভ্যালিডিটি প্ল্যান
জিওর এক মাসের প্ল্যানের দাম ২৫৯ টাকা। এতে ইউজাররা পুরো এক মাসের ভ্যালিডিটি পাবেন, অর্থাৎ ১ এপ্রিল রিচার্জ করলে পরবর্তী রিচার্জ করতে হবে ১ মে। সেইসাথে একবারে ব্যবহারকারীরা বেশ কয়েক মাসের জন্য রিচার্জও করে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রতি মাসে মেয়াদ শেষ হওয়ার পরে নতুন প্ল্যানটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেট হবে। সুবিধা বলতে এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএস পাওয়া যাবে। সেইসাথে এক্সট্রা বেনিফিট হিসেবে জিওর সমস্ত অ্যাপগুলি ব্যবহারের ছাড়পত্র পাবেন ইউজাররা।
Airtel-এর নতুন মাসিক ভ্যালিডিটি প্ল্যান
এয়ারটেল মাসিক ভ্যালিডিটিসহ ২৯৬ টাকা এবং ৩১৯ টাকার দুটি প্ল্যান চালু করেছে। সংস্থার ওয়েবসাইটেও এই দুটি নতুন প্ল্যানের দেখা মিলবে। ২৯৬ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩০ দিনের মেয়াদে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং মোট ২৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।
তবে এয়ারটেলের ৩১৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩০ দিনের নয়, বরং গোটা মাসের ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ, ১ মার্চ রিচার্জ করে থাকলে প্ল্যানটির মেয়াদ শেষ হবে ১ এপ্রিল। সেক্ষেত্রে মাসটিতে ৩০ দিন না ৩১ দিন আছে, তাতে কিছু যায় আসবে না। আবার গ্রাহকরা এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, রোজ ১০০টি করে এসএমএস এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। এছাড়া এয়ারটেলের এই দুটি প্ল্যানেই এক মাসের জন্য Amazon Prime Video Mobile Edition-এর সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা।
Vodafone Idea-র নতুন মাসিক ভ্যালিডিটি প্ল্যান
ভোডাফোন-আইডিয়া বা ভিআই (Vi) মাসিক বৈধতাসম্পন্ন ৩২৭ টাকা এবং ৩৭৭ টাকার দুটি প্রিপেইড প্ল্যান মার্কেটে লঞ্চ করেছে। ৩২৭ টাকার প্ল্যানে ৩০ দিনের মেয়াদে প্রতিদিন ১০০টি করে এসএমএস, যেকোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কলিং এবং মোট ২৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। আবার, ৩৭৭ টাকার প্ল্যানে ৩১ দিনের জন্য যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, রোজ ১০০টি করে এসএমএস এবং মোট ২৮ জিবি ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে।
BSNL-এর নতুন মাসিক ভ্যালিডিটি প্ল্যান
বিএসএনএলের নয়া ১৪৭ টাকার প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটিসহ মোট ১০ জিবি ডেটা এবং সব নেটওয়ার্কেই আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা। আবার, সংস্থার ২৪৭ টাকার রিচার্জ প্ল্যানে ৩০ দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ৫০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে। এই দুটি প্ল্যানেই বিনামূল্যে EROS Now-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।