ফোনে Live TV দেখতে আর লাগবে না ইন্টারনেট, বিনামূল্যে মোবাইলে দেখতে পারবেন সিনেমা

Soon you can watch Live TV without Internet: ইন্টারনেট ছাড়া এখন আমাদের জীবন মূল্যহীন মনে হয়। ইন্টারনেট বিহীন ফোনকে...
techgup 10 Aug 2023 10:54 AM IST

Soon you can watch Live TV without Internet: ইন্টারনেট ছাড়া এখন আমাদের জীবন মূল্যহীন মনে হয়। ইন্টারনেট বিহীন ফোনকে একটা সাধারণ বাক্স বলে মনে করে অনেকে। কিন্তু কেউ যদি আপনাকে বলে যে শীঘ্রই আপনি ইন্টারনেট ছাড়াই আপনার ফোনে টিভি (TV) দেখতে সক্ষম হবেন, তাহলে কি বিশ্বাস করবেন?

অর্থাৎ আপনি বর্তমানে ইন্টারনেটের সাহায্যে যে সব টিভি চ্যানেল দেখেন, সেগুলো ইন্টারনেট ছাড়াই বিনামূল্যে দেখতে পারবেন। এর জন্য আপনাকে কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না। আজ্ঞে হ্যাঁ! শীঘ্রই এমন সুবিধা পেতে পারেন আপনি।

এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে সম্ভব? আসলে ডাইরেক্ট-টু-মোবাইল অর্থাৎ ডিটুএম (D2M) ব্রডকাস্টিং টেকনোলজির মাধ্যমে এটা সম্ভব হবে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে কাজ করা টেলিকমিউনিকেশন বিভাগ আইআইটি কানপুরের সহযোগিতায় এই পরিকল্পনা করছে।

যেখানে মোবাইলে সরাসরি সম্প্রচার করা হবে ডিটিএইচ টিভি চ্যানেল। ডিটুএম প্রযুক্তির সাহায্যে আপনি নেট ছাড়াই ফোনে লাইভ টিভি, সিনেমা এবং অন্যান্য মাল্টি-মিডিয়া কনটেন্ট দেখতে পারবেন।

Show Full Article
Next Story