Indus: প্রি-রেজিস্ট্রেশন শুরু, PUBG, Free Fire কে টেক্কা দেবে ভারতীয় গেম ইন্দাস ব্যাটেল রয়্যাল

পুনের গেমিং ডেভলপিং ফার্ম, সুপারগেমিং (SuperGaming) কিছুদিন আগেই জানিয়েছিলেন যে তারা শীঘ্রই 'ইন্দাস ব্যাটেল রয়্যাল'...
SUMAN 27 Jan 2023 6:23 PM IST

পুনের গেমিং ডেভলপিং ফার্ম, সুপারগেমিং (SuperGaming) কিছুদিন আগেই জানিয়েছিলেন যে তারা শীঘ্রই 'ইন্দাস ব্যাটেল রয়্যাল' (Indus Battle Royale) গেম লঞ্চ করতে চলেছে। সেইমতো আজ থেকে গুগল প্লে (Google Play) -এ গেমটির প্রি-রেজিস্ট্রেশন চালু হল। বিগত বেশ কয়েক মাস ধরে, এই 'মেড ইন ইন্ডিয়া' মোবাইল অ্যাকশন গেমটিকে পরীক্ষা করা হচ্ছিল। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ইন্দাস ব্যাটেল রয়্যাল বাজারের অন্যান্য রয়্যাল-স্টাইল ব্যাটেল গেমগুলিকে কড়া টক্কর দিতে পারে। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের তালিকায় - PUBG -এর ভারতীয় সংস্করণ 'ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া' (BGMI), অ্যাপেক্স লেজেন্ডস এবং কল ডিউটি সামিল রয়েছে। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, ডেভেলপাররা ইউটিউবে 'ইন্দাস ব্যাটেল রয়্যাল' -এর প্রথম গেমপ্লে রিলিজ করেছিল। যা দেখে ইন্দাসের ইন-গেম ল্যান্ডস্কেপ এবং ক্যারেক্টরগুলি 'অ্যাপেক্স লিজেন্ডস' দ্বারা অনেকাংশে অনুপ্রাণিত বলে আমাদের মনে হয়েছে।

Indus Battle Royale বর্তমানে Google Play স্টোরে প্রি-রেজিস্ট্রেশনের জন্য উপলব্ধ

গুগল প্লে স্টোরে লাইভ থাকা ইন্দাস ব্যাটেল রয়্যাল গেমের অফিসিয়াল পেজে উল্লেখ আছে যে - খেলোয়াড়দের গেমের শুরুতে ইন্দাস বা সিন্ধু নামের একটি কাল্পনিক গ্রহের রহস্যময় দ্বীপে নামানো হবে। এরপর, তাদের মিশন হবে প্রত্যেকটি লেভেল অক্ষত অবস্থায় পেরোনো এবং মূল্যবান উপাদান বা এলিমেন্ট 'কসমিয়াম' খুঁজে বের করা। এছাড়া অন্যান্য রয়্যাল-স্টাইল ব্যাটেল গেমের ন্যায়, খেলোয়াড়দের সম্ভবত সীমিত সময়ের মধ্যে লেভেল পূরণ করতে হবে এবং গেমে বেঁচে থাকার জন্য - অস্ত্র বা উইপেন, গিয়ার এবং অন্যান্য জিনিস খুঁজতে হবে।

সুপারগেমিং দ্বারা প্রকাশিত গেমপ্লে ভিডিওতে, ল্যান্ডস্ক্যাপের পাশাপাশি খেলোয়াড়রা কোন কোন চরিত্র বেছে নিতে পারবেন তাও দেখানো হয়েছে। এক্ষেত্রে, অ্যাপেক্স লেজেন্ডস গেমের চরিত্রগুলির সাথে ইন্দাসের গেমিং ক্যারেক্টারের অদ্ভুত মিল রয়েছে। যেমন, ইন্দাসের 'অ্যাডাম' নামের প্রধান চরিত্রটির চেহারা অ্যাপেক্স লিজেন্ডের নিউক্যাসেলের এক চরিত্রের অনুরূপ। আবার 'স্যার-তাজ' নামের আরেকটি চরিত্রও বেছে নিতে পারবেন খেলোয়াড়রা, যা অ্যাপেক্সের পাথফাইন্ডারের মতো দেখতে। এছাড়া - 'বিগ-গজ' এবং 'আদ্য' নামের আরো বেশ কয়েকটি চরিত্র পাওয়া যাবে ইন্দাস ব্যাটেল রয়্যালে।

তবে গেমটি বর্তমানে প্রি-রেজিস্টারের জন্য উপলব্ধ হলেও, এটিকে কবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে ডেভেলপাররা নিশ্চিত করেছেন যে, লঞ্চ পরবর্তী সময়ে 'মেড ইন ইন্ডিয়া' এই নয়া গেমটি ফ্রি-টু-ডাউনলোড হবে। যদিও খেলোয়াড়রা ইন-গেম 'র‌্যান্ডাম আইটেম' কেনার বিকল্প পাবেন। আর আপাততভাবে Indus Battle Royale শুধুমাত্র স্মার্টফোনেই অ্যাক্সেসযোগ্য হবে। কিন্তু পরবর্তী সময়ে পিসি এবং কনসোলের জন্যেও একে রিলিজ করা হবে বলে নিশ্চিত করেছে সুপারগেমিং।

প্রসঙ্গত, ডিসেম্বরে একটি সাক্ষাৎকার দেওয়ার সময়ে সুপারগেমিং-এর সহ-প্রতিষ্ঠাতা রবি জন মন্তব্য করেছিলেন যে - "ইন্দাস হল একটি অত্যন্ত টেকনিক্যাল প্রজেক্ট এবং এটি ভারতীয় সংস্কৃতি এবং পুরাণ দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত।" ফলে স্বাভাবিকভাবেই গেমের চরিত্র এবং কাহিনী এইসকল বিষয় দ্বারা প্রভাবিত হয়েছে। জানিয়ে রাখি, পুনে-ভিত্তিক এই গেমিং ফার্মটি ইতিমধ্যে 'মাস্কগান' (MaskGun) নামের একটি অ্যাকশন টাইটেল সহ একাধিক ক্যাসুয়াল গেম তৈরি করেছে। যার মধ্যে 'মাস্কগান' গুগল প্লে স্টোরে ১০ মিলিয়ন বা ১ লক্ষেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

আমরা আগেই বলেছি যে, Indus Battle Royale গেম ভারতে বিদ্যমান অন্যান্য ব্যাটেল রয়্যাল-স্টাইল গেমের সাথে কড়া প্রতিদ্বন্দ্বিতা করবে। এক্ষেত্রে সুপারগেমিং বিকশিত এই নতুন গেম কম সময়ে গেমারদের মন জয় করতে পারে। কেননা - PUBG, Garena Free Fire, এবং BGMI -এর মতো অ্যাকশন গেমগুলি বর্তমানে ভারতে নিষিদ্ধ। ফলে গেমাররা এখন শুধুমাত্র - Free Fire Max, Call of Duty এবং Apex Legends খেলতে পারছেন। যদিও এই অ্যাকশন গেমগুলি অনেক বেশি স্টোরেজ ব্যবহার করায় সবধরণের স্মার্টফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আর এইসকল কারণে Indus Battle Royale ভারতীয় গেমিং বাজারে নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে।

Show Full Article
Next Story