শীঘ্রই চালু হবে দেশীয় ব্যাটেল রয়্যাল গেম Indus, ট্রেলার প্রকাশ্যে; BGMI কি তবে সত্যিই অতীত?

দু বছর আগে ২০২০ সালে দেশের নিরাপত্তাজনিত কারণে ব্যান হয় বহুল জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম PUBG Mobile (পাবজি মোবাইল)। যেহেতু তরুণ প্রজন্ম এখন এই জাতীয় গেমের…

দু বছর আগে ২০২০ সালে দেশের নিরাপত্তাজনিত কারণে ব্যান হয় বহুল জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম PUBG Mobile (পাবজি মোবাইল)। যেহেতু তরুণ প্রজন্ম এখন এই জাতীয় গেমের নেশায় বুঁদ হয়ে আছে, ফলে তারপর থেকেই PUBG-র পুনর্নির্মিত ভারতীয় সংস্করণ BGMI (বিজিএমআই) বা Battlegrounds Mobile India (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া) এবং Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার)-এর জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। তবে হালফিলে সেগুলিকেও ভারতে নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে অত্যন্ত নিরাশ হয়ে পড়েছেন গেমপ্রেমীরা। সেক্ষেত্রে এমত পরিস্থিতিতে ভারতীয় গেমারদের মন জয় করতে খুব শীঘ্রই বাজারে আসছে মেড-ইন-ইন্ডিয়া ব্যাটেল রয়্যাল শুটার গেম Indus (ইন্ডাস)। নির্মাতা সংস্থা SuperGaming (সুপারগেমিং) ইতিমধ্যেই গেমটির লঞ্চের চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এমনকি, গত পরশু দেশের স্বাধীনতা দিবসের ৭৫তম বার্ষিকীতে সংস্থাটি আসন্ন গেমটির ট্রেলার লঞ্চ করেছে।

খুব শীঘ্রই আসতে চলেছে দেশীয় ব্যাটেল রয়্যাল গেম Indus

উল্লেখ্য যে, চলতি বছরের শুরুতেই গেমটির আগমনবার্তা সুনিশ্চিত করেছিল সুপারগেমিং। সংস্থার তরফ থেকে সকল ভারতীয় গেমারদেরকে আশ্বস্ত করে জানানো হয়েছিল যে, এ বছরেই গেমটি খেলার সুযোগ পাবেন ইউজাররা যা মোবাইল, পিসি ও কনসোল থেকে অপারেট করা যাবে। তবে ঠিক কবে সকল ভারতীয় প্লেয়াররা এই গেমটি খেলার সুযোগ পাবেন, তার কোনো সুনিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে সম্প্রতি ডেভেলপার সংস্থা, এই গেমটিকে কেন্দ্র করে একটি কমিউনিটি প্লেটেস্ট হোস্ট করেছিল; এর মূল উদ্দেশ্য ছিল, আসন্ন গেমটির সম্পর্কে ইউজারদের প্রতিক্রিয়া সংগ্রহ করা। আর সেখান থেকে যে আশানুরূপ ফল মিলেছে, সেকথা বলাই বাহুল্য। তাই সবুজ সংকেত পেয়ে এবার গেমটিকে পাকাপাকিভাবে এদেশে উপলব্ধ করার জন্য সংস্থাটি বর্তমানে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে।

এই গেমে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ সংগ্রহ করতে হবে প্লেয়ারদের

আপনাদের বলে রাখি, নির্মাতা সংস্থা সুপারগেমিং কর্তৃক সম্প্রতি লঞ্চ হওয়া ইন্ডাসের প্রথম ট্রেলারে আসন্ন গেমটির এক ঝলক দেখানো হয়েছে, যাতে ব্যবহারকারীরা খুব সহজেই অনুমান করতে পারেন যে গেমটি ঠিক কী ধরনের হতে চলেছে। এক্ষেত্রে সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারটিতে গেমটির একটি অ্যাকশন প্যাকড গানফাইট দেখানো হয়েছে। অর্থাৎ, এই গেমে প্লেয়ারদের যে যুদ্ধক্ষেত্রে বন্দুক নিয়ে গোলাগুলি চালাতে হবে, তা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এছাড়া গেমটি খেলার জন্য ইউজারদেরকে ফিউচারিস্টিক স্কিন দেওয়া হবে। মূলত এই গ্রহের সবচেয়ে মূল্যবান সম্পদ সংগ্রহ করার জন্যই লড়াই করতে হবে খেলোয়াড়দের। এছাড়া প্লেয়াররা আকাশ থেকে ঝাঁপ দেওয়া, অত্যাধুনিক অস্ত্র ব্যবহার বা জমা করা এবং সুকৌশলী উপায় অবলম্বন করে শত্রুপক্ষকে খতম করার মতো কাজও করতে পারবেন। কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, গেমটিতে জেতার জন্য কিন্তু ইউজারদেরকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে।

চলতি বছরের শেষের দিকেই শুরু হবে প্রি-রেজিস্ট্রেশন

ইন্ডাস গেমটির সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার থেকে জানা গিয়েছে যে, চলতি বছরের শেষেই এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। গুগল প্লে স্টোর (Google Play Store) ও অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ব্যবহারকারীরা এই দেশীয় ব্যাটেল রয়্যাল গেমটির জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

BGMI এবং Garena Free Fire-এর শূন্যস্থান কি পূরণ করতে পারবে Indus?

গেমটির প্রসঙ্গে SuperGaming-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও রবি জন (Roby John) জানিয়েছেন যে, বর্তমানে ডেভেলপমেন্ট টিম Indus গেমটি খেলতে সক্ষম। কিন্তু গেমটির সর্বাধুনিক বিকাশের জন্য এখনও কিছু কাজ করা বাকি আছে, তাই সকলের জন্য এটির স্টেবল রোলআউট হতে আরও খানিকটা সময় লাগবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, BGMI এবং Garena Free Fire-এর অবর্তমানে ভারতীয় গেমিং দুনিয়া এখন খাঁ খাঁ করছে বললেই চলে। ফলে এদেশের গেমাররা হালফিলে দুর্দান্ত কোনো ব্যাটেল রয়্যাল গেম খেলার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন। সেক্ষেত্রে Indus ব্যান হওয়া গেমগুলির শূন্যস্থান যথার্থভাবে দখল করার পাশাপাশি ভারতীয় গেমারদের মন জয় করতে পারবে কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে। কারণ PUBG ব্যান হওয়ার পর দেশীয়ভাবে FAU-G গেম চালু হলেও তা সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়নি!

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন