সবার ঘরে ঘরে থাকবে Smart TV, মাত্র ১০ হাজার টাকার রেঞ্জে Infinix 32 Y1 HD আগামীকাল লঞ্চ হচ্ছে

হং-কং ভিত্তিক টেক ব্র্যান্ড Infinix ভারতীয় বাজারে একটি বাজেট রেঞ্জের নয়া স্মার্ট টিভি ঘোষণা করতে চলেছে৷ Infinix 32 Y1 HD...
SUPARNA 11 July 2022 8:55 PM IST

হং-কং ভিত্তিক টেক ব্র্যান্ড Infinix ভারতীয় বাজারে একটি বাজেট রেঞ্জের নয়া স্মার্ট টিভি ঘোষণা করতে চলেছে৷ Infinix 32 Y1 HD নামের এই স্মার্ট টেলিভিশনকে আগামীকাল অর্থাৎ ১২ই জুলাই ই-কমার্স সাইট Flipkart এর মাধ্যমে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই অনলাইন শপিং পোর্টালটি উক্ত মডেলের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোপেজ লাইভ করেছে। যার দৌলতে ডিভাইসটির কয়েকটি মুখ্য স্পেসিফিকেশন আমাদের সামনে এসে গেছে। একই সাথে, Infinix 32 Y1 HD স্মার্ট টিভির সম্ভাব্য দাম কিরূপ হতে পারে সেই তথ্যও আমরা জানতে পেরেছি।

Infinix 32 Y1 HD স্মার্ট টিভিকে আগামীকাল ফ্লিপকার্টের মাধ্যমে লঞ্চ করা হবে

ফ্লিপকার্ট দ্বারা লাইভ করা ল্যান্ডিং পেজে , ইনফিনিক্স ৩২ওয়াই১ এইচডি স্মার্ট টিভির ব্যানারে 'AT A NEVER BEFORE PRICE' লেখা একটি ট্যাগলাইন দেখা গেছে। যার থেকে অনুমান করা হচ্ছে যে, উক্ত মডেলটিকে বাজেট রেঞ্জে অফার করা হতে পারে। আমাদের অনুমান, হয়তো ১০,০০০ কিংবা ১১,০০০ টাকার প্রাইজ ট্যাগের সাথে আত্মপ্রকাশ করবে ইনফিনিক্সের এই নয়া স্মার্ট টেলিভিশন।

আবার ফিচার হিসাবে Infinix 32 Y1 HD স্মার্ট টিভিতে, একটি বেজেল-লেস এইচডি রেজোলিউশনের ৩২-ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেখা যাবে, যা কিনা মডেলটির নাম দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার, স্ক্রিনের নিচের দিকে থাকা তুলনায় মোটা বেজেলের মধ্যভাগে সংস্থার ব্র্যান্ডিং দেখা গেছে। অডিও ফ্রন্টের প্রসঙ্গে বললে, আসন্ন টিভি -টিকে ডলবি অডিও সমর্থিত ২০ ওয়াটের বক্স স্পিকার সিস্টেমের সাথে নিয়ে আসা হবে। এই স্পিকার দুর্দান্ত সারাউন্ড সাউন্ডের অভিজ্ঞতা প্রদান করবে বলে জানা গেছে। এছাড়া, Infinix 32 Y1 HD -তে প্রাইম ভিডিও, জি৫, ইউটিউব, সনি লিভ সহ একাধিক জনপ্রিয় ওটিটি অ্যাপ প্রি-ইনস্টল করা থাকবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে ফ্লিপকার্ট।

উল্লেখিত তথ্যগুলি বাদে, Infinix 32 Y1 HD স্মার্ট টিভি সম্পর্কে এই মুহূর্তে আর কিছু জানা যায়নি। উল্লেখ্য, সংস্থাটি সম্প্রতি Infinix Note 12 5G নামের একটি নতুন স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ করেছে। এই সিরিজের প্রো মডেলে সম্ভবত – ১০৮ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ওয়াটারড্রপ নচ ডিজাইনের AMOLED ডিসপ্লে রয়েছে।

Show Full Article
Next Story