Infinix Hot 10s কেনা যাবে Flipkart থেকে, দাম হবে ১০,০০০ টাকার কম

Hot 10 Play এর পর Infinix আগামী ২০ মে ভারতে লঞ্চ করতে চলেছে Hot 10s। এই ফোনটি এপ্রিলের শেষে ইন্দোনেশিয়ায় পা রেখেছিল।...
PUJA 16 May 2021 11:24 AM IST

Hot 10 Play এর পর Infinix আগামী ২০ মে ভারতে লঞ্চ করতে চলেছে Hot 10s। এই ফোনটি এপ্রিলের শেষে ইন্দোনেশিয়ায় পা রেখেছিল। ভারতে এই ফোনের দাম ১০,০০০ টাকার কম রাখা হবে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, ইনফিনিক্স হট ১০এস ইন্দোনেশিয়ায় মত ভারতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। আজ ই-কমার্স সাইট Flipkart এই ফোনের মাইক্রোসাইট লাইভ করলো। অর্থাৎ এই ফোনটি Flipkart থেকে পাওয়া যাবে।

Flipkart এর মাইক্রোসাইট থেকে, Infinix Hot 10s এর ক্যামেরা ফিচার সামনে এসেছে। জানা গেছে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। এই ক্যামেরা দিয়ে ২৪০এফপিএস স্লো-মো-ভিডিও রেকর্ড করা যাবে। আবার এই ক্যামেরা টাইম ল্যাপস ভিডিও ও ভিডিও বোকেহ ফিচার অফার করবে।

Infinix Hot 10s এর দাম ও স্পেসিফিকেশন

ইনফিনিক্স আগেই জানিয়েছে ভারত এই ফোনের দাম ১০,০০০ টাকার কম রাখা হবে। ফ্লিপকার্টের মাইক্রোসাইটেও উল্লেখ আছে ইনফিনিক্স হট ১০এস ১০,০০০ টাকার কমে আসবে। ভারতে ফোনটি হার্ট অফ ওশান, মোরান্ডি গ্রীন, ৭-ডিগ্রি পার্পেল এবং ৯৫-ডিগ্রি ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

ইন্দোনেশিয়ায় মত Infinix Hot 10s ভারতে ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস টিএফটি (TFT) আল্ট্রা স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১১। আবার সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ইতিমধ্যে জানা গেছে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এআই (AI) লেন্স থাকবে। আবার এই ফোনের ব্যাটারি ৬২ দিন স্ট্যান্ডবাই টাইম দেবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story