Infinix Hot 11S: ১০ হাজার টাকার রেঞ্জে ১৭ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে ফিচারে ঠাসা এই ফোন‌

গতমাসে Infinix Hot 11S, Infinix Hot 11 ফোন দুটিকে গুগল প্লে কনসোলে দেখা গিয়েছিল। যারপর থেকে মনে করা হচ্ছিল ফোনগুলি শীঘ্রই বিভিন্ন দেশে লঞ্চ হবে।…

গতমাসে Infinix Hot 11S, Infinix Hot 11 ফোন দুটিকে গুগল প্লে কনসোলে দেখা গিয়েছিল। যারপর থেকে মনে করা হচ্ছিল ফোনগুলি শীঘ্রই বিভিন্ন দেশে লঞ্চ হবে। অনুমান সত্যি করে Infinix Hot 11S আগামী ১৭ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনটি Infinix Hot 10S এর উত্তরসূরী হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এছাড়া Infinix Hot 11S ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এই প্রসেসর সদ্য লঞ্চ হওয়া Redmi 10 Prime ফোনে ছিল।

Infinix Hot 11S পাওয়া যাবে Flipkart থেকে

ইনফিনিক্স হট ১১এস ফোনটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। ই-কমার্স সাইটটি এই ফোনের জন্য একটি মাইক্রো সাইট তৈরী করেছে। এখানে ফোনের লঞ্চের তারিখ ১৭ সেপ্টেম্বর জানানো হয়েছে। ওইদিন থেকেই ফোনটির সেল শুরু হবে।

Infinix Hot 11S সম্পর্কে কী কী জানা গেছে

গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী, পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন থাকবে ইনফিনিক্স হট ১১এস ফোনে। এই ডিসপ্লের রেজোলিউশন ১০৮০x২৪০৮ পিক্সেল। ৪ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সহ আসবে ইনফিনিক্স হট ১১এস। এদিকে কোম্পানির তরফে এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করার কথা বলা হলেও, গুগল প্লে কনসোল-এ একে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর সহ দেখা গেছে।

Infinix Hot 11S এর দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স হট ১১এস ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম রাখা হবে ৯,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১০,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন