Infinix Hot 12 Play এবার ভারতে আসছে, 11 জিবি র্যাম সহ থাকতে পারে 6000 mAh ব্যাটারি
গত সপ্তাহেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স থাইল্যান্ডের বাজারে তাদের Hot সিরিজের অধীনে Infinix Hot 12 Play...গত সপ্তাহেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স থাইল্যান্ডের বাজারে তাদের Hot সিরিজের অধীনে Infinix Hot 12 Play স্মার্টফোন লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি ৯০ হার্টজের ডিসপ্লে, MediaTek Helio G35 চিপসেট ও বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এখন সংস্থা এই হ্যান্ডসেটটি ভারতের বাজারেও লঞ্চ করার পরিকল্পনা করছে। আসুন Infinix Hot 12 Play-এর লঞ্চ সম্পর্কে কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।
Infinix Hot 12 Play শীঘ্রই আসছে ভারতের বাজারে
ইনফিনিক্স হট ১২ প্লে আগামী ২৮ মে ভারতে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ইনফিনিক্স নোট ১২ সিরিজও আগামী ২০ মে এদেশের বাজারে পা রাখতে চলেছে। যেহেতু ইনফিনিক্স হট ১২ প্লে ইতিমধ্যেই থাইল্যান্ডের বাজারে লঞ্চ হয়েছে, তাই এর সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচারগুলি জানা।
ইনফিনিক্স হট ১২ প্লে-এর স্পেসিফিকেশন (Infinix Hot 12 Play Specifications)
ইনফিনিক্স হট ১২ প্লে ৭২০ x ১,৬১২ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৮২ ইঞ্চির আইপিএস টিএফটি ডিসপ্লে সহ এসেছে। এই স্ক্রিনে ৯০ হার্টজ ফ্লুইড রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে, যা এটিকে মোবাইলের গেমিংয়ের জন্য উপযুক্ত করে তুলেছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি ৩৫ চিপসেট দ্বারা চালিত। এতে ৬ জিবি র্যাম পাওয়া যাবে, যা ৫ জিবি পর্যন্ত প্রসারিত করা যেতে পারে এবং এটি ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ এসেছে। আবার ব্যবহারকারীরা ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়াতে পারবেন। ইনফিনিক্স হট ১২ প্লে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১.৬ (XOS 1.6) ইউজার ইন্টারফেসে চলে।
ফটোগ্রাফির জন্য, Infinix Hot 12 Play-এর ব্যাক প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এআই লেন্স এবং কোয়াড-এলইডি ফ্ল্যাশ ইউনিট উপস্থিত রয়েছে। ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Hot 12 Play-এ ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ইনফিনিক্স ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডুয়েল-সিম সাপোর্ট, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৫.০, জিপিএস, ইউএসবি টাইপ পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। Infinix Hot 12 Play-এর পরিমাপ ১৭০.৪৭ x ৭৭.৬ x ৮.৩২ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯৫ গ্রাম।