৮৫০০ টাকার কমে ৭ জিবি র্যামের ফোন, Infinix Hot 12 Play আজ প্রথমবার কেনার সুযোগ
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot 12 Play। আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর ১২টায় ই-কমার্স...গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot 12 Play। আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর ১২টায় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ফোনটির সেল শুরু হবে। ভারতে Infinix Hot 12 Play এর দাম রাখা হয়েছে ৮৫০০ টাকার কম। তাই আপনি যদি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন খোঁজ করে থাকেন, তাহলে এটি কিনতে পারেন। আসুন ফোনটির দাম ও ফিচার দেখে নেওয়া যাক।
Infinix Hot 12 Play এর দাম
ভারতে ইনফিনিক্স হট ১২ প্লে কেবল ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর দাম রাখা হয়েছে ৮,৪৯৯ টাকা। ফোনটি ডেলাইট গ্রিন, হরাইজন ব্লু ও রেসিং ব্ল্যাক কালারে এসেছে। লঞ্চ অফার হিসেবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
Infinix Hot 12 Play এর স্পেসিফিকেশন
ইনফিনিক্স হট ১২ প্লে ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮২ ইঞ্চি এইচডি+ (৭২০ x ১,৬১২ পিক্সেল) আইপিএস টিএফটি পাঞ্চ হোল ডিসপ্লে।পারফরম্যান্সের জন্য এই ফোনে ৩ জিবি ভার্চুয়াল র্যাম সহ Unisoc T610 প্রসেসর দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ইনফিনিক্স হট ১২ প্লে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০ (XOS 10) ইউজার ইন্টারফেসে চলে।
ক্যামেরার কথা বললে, Infinix Hot 12 Play ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আবার পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ডেপ্থ সেন্সর।
সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। Infinix Hot 12 Play ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।