৮ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা Infinix Hot 12 Pro আজ প্রথমবার কেনার সুযোগ, রয়েছে আকর্ষণীয় অফার

Infinix Hot 12 Pro গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর বারোটায় ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে…

Infinix Hot 12 Pro গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর বারোটায় ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাংক অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে, Infinix Hot 12 Pro ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ইউনিসক টি৬১৬ প্রসেসর, ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Infinix Hot 12 Pro এর দাম ও সেল অফার

ইনফিনিক্স হট ১২ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এর ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে ১১,৯৯৯ টাকা। ফোনটি ইলেকট্রিক ব্লু, রেসিং ব্ল্যাক, লাইটসেবার গ্রীন ও হালো হোয়াইট কলারে এসেছে।

ই-কমার্স সাইট, ফ্লিপকার্ট থেকে ইনফিনিক্স হট ১২ প্রো কেনার সময় ICICI, Kotak ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

Infinix Hot 12 Pro এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট ১২ প্রো ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পিছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। দ্বিতীয় ক্যামেরাটি হল এআই লেন্স।

Infinix Hot 12 Pro ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১৬ প্রসেসর। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম (LPDDR4x) এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2) সহ পাওয়া যাবে। আবার এই হ্যান্ডসেটে ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০.৬ কাস্টম স্কিনে রান করবে।

ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Hot 12 Pro ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ডিটিএস এইচডি সারাউন্ড সাউন্ড সিস্টেম সহ এসেছে।