Smartphone: সীমিত সময়ের অফার, ৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোন পাওয়া যাচ্ছে আরও কম দামে

গত বছর ভারতে লঞ্চ হয়েছিল Infinix Note 11s। এটি ৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনগুলির মধ্যে একটি। তবে এখন ফোনটি আরও কম দামে কেনা যাবে।…

গত বছর ভারতে লঞ্চ হয়েছিল Infinix Note 11s। এটি ৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনগুলির মধ্যে একটি। তবে এখন ফোনটি আরও কম দামে কেনা যাবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট আজ Infinix Note 11s কে আকর্ষণীয় দামে পকেটস্থ করার সুযোগ দিয়েছে। এই ফোনে পাওয়া যাবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর।

Infinix Note 11s এর দাম ও অফার

ইনফিনিক্স নোট ১১এস দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এর ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা।

তবে ফ্লিপকার্ট এখন ইনফিনিক্স নোট ১১এস ফোনটি হাজার টাকা কমে বিক্রি করছে। এরজন্য পেমেন্টের সময় ইউপিআই পদ্ধতি ব্যবহার করতে হবে। এছাড়া মাসিক কিস্তিতেও ফোনটি কেনা যাবে।

Infinix Note 11S এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ১১এস ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৯৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আবার ইনফিনিক্স নোট ১১এস ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর৷

Infinix Note 11S ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর‌ দ্বারা চালিত। অপারেটিং সিস্টেম হিসেবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১১ বেসড এক্সওএস ১০। ফোনের পিছনে সিকিউরিটির জন্য এই ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার পাওয়া যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 11S ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।