২৫০০ টাকা পর্যন্ত ছাড়, Infinix Note 12 Pro 5G আকর্ষণীয় অফারে আজ প্রথমবার কেনার সুযোগ
গত ৮ই জুলাই Infinix Note 12 5G ফোনের সাথে ভারতে লঞ্চ হয় Infinix Note 12 Pro 5G। আজ থেকে ফোনটির সেল শুরু হয়েছে।...গত ৮ই জুলাই Infinix Note 12 5G ফোনের সাথে ভারতে লঞ্চ হয় Infinix Note 12 Pro 5G। আজ থেকে ফোনটির সেল শুরু হয়েছে। ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটি কেনা যাবে। আর সেল অফার হিসেবে Infinix Note 12 Pro 5G ক্রেতারা ব্যাংক কার্ড ডিসকাউন্ট অফার পাবেন। বৈশিষ্ট্যের কথা বললে এই ফোনটি ৮ জিবি র্যাম, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, FHD+ AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
Infinix Note 12 Pro 5G এর দাম ও অফার
ভারতে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি মডেলের দাম থাকছে ১৭,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি ফোর্স ব্ল্যাক এবং স্নোফল হোয়াইট কালার অপশনে কেনা যাবে।
লঞ্চ অফার হিসেবে যেসব ক্রেতা প্রিপেইড পেমেন্ট করে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি কিনবেন তারা অতিরিক্ত ভাবে আরো ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। আবার, Axis ব্যাঙ্কের কার্ডহোল্ডারদের নবাগত ডিভাইসগুলির উপর ফ্লাট ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে।
Infinix Note 12 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৭০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Infinix Note 12 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
আবার সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 12 Pro 5G স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।