Infinix Note 12, Infinix Note 12 Tarbo বাজারে এন্ট্রি নেওয়ার আগেই ফিচার ফাঁস, চলবে অ্যান্ড্রয়েড ১২ সিস্টেমে
স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি ভারতে Infinix Note 12 সিরিজ লঞ্চ করার জন্য মার্ভেল স্টুডিওস (Marvel Studios)-এর...স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি ভারতে Infinix Note 12 সিরিজ লঞ্চ করার জন্য মার্ভেল স্টুডিওস (Marvel Studios)-এর সাথে তাদের পার্টনারশিপের ঘোষণা করেছে। সংস্থাটি আগামী ২০ মে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে, যেখানে তারা আপকামিং Infinix Note 12 এবং Infinix Note 12 Tarbo হ্যান্ডসেট দুটি উন্মোচন করবে বলে জানা গেছে৷
জানিয়ে রাখি, লেটেস্ট এমসিইউ মুভি 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস'-এর মুক্তি উদযাপন করতে আসন্ন Note 12 সিরিজটি একটি বিশেষ বক্সের সাথে হাজির হবে। সংস্থাটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। এই নতুন লাইনআপটি একাধিক কালার অপশনে উপলব্ধ হবে। এখন আবার Infinix Note 12 সিরিজের আরও বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও নিশ্চিত করা হয়েছে।
ইনফিনিক্স নোট ১২ সিরিজের স্পেসিফিকেশন (Infinix Note 12 Series Specifications)
আগেই উল্লেখ করা হয়েছে, ইনফিনিক্স নোট ১২ সিরিজের অধীনে ইনফিনিক্স নোট ১২ এবং ইনফিনিক্স নোট ১২ টার্বো-এই মডেল দুটি উন্মোচন করা হবে। উভয় মডেলই ৯২% স্ক্রিন-টু-বডি রেশিও সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এই দুটি ডিভাইসেই মিডিয়াটেক প্রসেসর দেওয়া হবে। যার মধ্যে রেগুলার মডেলটি হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে এবং টার্বো মডেলে হেলিও জি৯৬ চিপসেট ব্যবহার করা হবে। উভয় হ্যান্ডসেটেই মিডিয়াটেক হাইপার ইঞ্জিন ২.০ গেমিং স্যুট থাকবে।
র্যাম এবং স্টোরেজ বিকল্পের ক্ষেত্রে, Infinix Note 12 দুটি কনফিগারেশন- ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলে পাওয়া যাবে। বেস ভ্যারিয়েন্টে ৩ জিবি পর্যন্ত অতিরিক্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। অন্যদিকে, Note 12 Turbo ৮ জিবি র্যাম এবং ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্টের সাথে উপলব্ধ হবে। এই মডেলটি ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। ফটোগ্রাফির জন্য দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলেই ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং সামনে ডুয়েল ফ্ল্যাশ সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই আসন্ন ইনফিনিক্স স্মার্টফোনগুলি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া নিরাপত্তার জন্য, Infinix Note 12 সিরিজে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কানেক্টিভিটির জন্য, ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকবে৷