15 হাজার টাকার মধ্যে লঞ্চ হবে Infinix Note 40X 5G, থাকবে 108MP ট্রিপল ক্যামেরা ও 256 জিবি স্টোরেজ

ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ভারতে লঞ্চ হবে আগামী ৫ই আগস্ট। তার আগেই ইনফিনিক্সের তরফে এই নতুন নোট সিরিজের স্মার্টফোনটির...
SUMAN 30 July 2024 12:34 PM IST

ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ভারতে লঞ্চ হবে আগামী ৫ই আগস্ট। তার আগেই ইনফিনিক্সের তরফে এই নতুন নোট সিরিজের স্মার্টফোনটির প্রাইস রেঞ্জের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। নোট ৪০এক্স ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। ফোনটির ৫,০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

একটি প্রেস রিলিজে ইনফিনিক্স জানিয়েছে যে, ভারতে নোট ৪০এক্স ৫জি'র দাম ১৫,০০০ টাকার মধ্যে রাখা হবে। এটি ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসছে। এই দাম দেশের বাজারে ফোনটিকে ইনফিনিক্স নোট ৪০ ৫জি'র নীচে রাখবে, যা গত মাসে ১৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। এটিও ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের মূল্য।

স্পেসিফিকেশনের কথা বললে, ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে আসবে বলে কনফার্ম করা হয়েছে। এতে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা মিলবে। সেলফি ও ভিডিও কল করার জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ডুয়াল স্পিকার ও ডিটিএস অডিওর সৌজন্যে সাউন্ড ভাল আসবে।

ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচার্স অফার করবে বলে জানা গিয়েছে। এআই অ্যাপ বুস্ট নামে একটি বৈশিষ্ট্য ব্যাকগ্রাউন্ডে ইউজারের প্রিয় অ্যাপগুলিকেগুলিকে ব্যবহারের জন্য রেডি রাখবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, এআই চার্জ ফিচারের উপস্থিতি ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি চার্জিং প্রসেসকে অপ্টিমাইজ করবে।

Show Full Article
Next Story