সস্তা ফোন খোঁজ করছেন? Infinix Smart 5 ৮ হাজার টাকার কমে আজ কেনা যাবে

গত সপ্তাহে ৭,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হয়েছিল Infinix Smart 5। আজ এই ফোনটি প্রথমবার সেলে উপলব্ধ হবে। দুপুর ১২ টায় Flipkart...
Julai Modal 18 Feb 2021 9:11 AM IST

গত সপ্তাহে ৭,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হয়েছিল Infinix Smart 5। আজ এই ফোনটি প্রথমবার সেলে উপলব্ধ হবে। দুপুর ১২ টায় Flipkart থেকে ইনফিনিক্স স্মার্ট ৫ এর সেল শুরু হবে। লঞ্চ অফার হিসাবে কয়েকটি ব্যাংকের গ্রাহকরা ফোনটির ওপর ডিসকাউন্ট পাবে। Infinix Smart 5 এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, কোয়াড এলইডি ফ্ল্যাশ, মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর ও মাইক্রো এসডি কার্ড স্লট।

Infinix Smart 5 এর দাম ও অফার

ইনফিনিক্স স্মার্ট ৫ ফোনটি একটি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছিল। এর ২ জিবি র‌্যাম ও ৩২ স্টোরেজের দাম ৭,১৯৯ টাকা। ফোনটি চারটি কালারে উপলব্ধ - এজিয়ান ব্লু, মোরান্দি গ্রীন, ওবসিডিয়ান ব্ল্যাক এবং ৭ ° পার্পেল।

লঞ্চ অফার হিসাবে Yes Bank এর ক্রেডিট কার্ড গ্রাহকরা Infinix Smart 5 এর ওপর ইএমআই ট্রানজাকশনে ৭ শতাংশ ডিসকাউন্ট পাবে। আবার ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে Flipkart Axis Bank এর ক্রেডিট কার্ডধারীদের। ফোনটির ওপর এক্সচেঞ্জ অফারও উপলব্ধ।

Infinix Smart 5 এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের ইনফিনিক্স স্মার্ট ৫  অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) বেসড এক্সওএস ৭ ইন্টারফেসে চলবে। এতে আছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস ড্রপ নচ ডিসপ্লে, ২ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর, স্লো মো ভিডিও রেকর্ডের সাথে এআই ডুয়েল রিয়ার ক্যামেরা (১৩ মেগাপিক্সেল + লো লাইট সেন্সর), ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক। ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it