Infinix Smart 5A আজ ৫,৫০০ টাকায় কেনার বিরাট সুযোগ, বড় ব্যাটারির সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Smart 5A। আজ প্রথমবার এই ফোনটি কেনা যাবে। ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটির সেল শুরু হয়েছে। ভারতে Infinix…

চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Smart 5A। আজ প্রথমবার এই ফোনটি কেনা যাবে। ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটির সেল শুরু হয়েছে। ভারতে Infinix Smart 5A এর দাম ৭,০০০ টাকার‌ কম রাখা হয়েছে। তাই আপনি যদি কোনো এন্ট্রি লেভেল
ফোন খুঁজে থাকেন তাহলে ইনফিনিক্সের এই ফোনটি কিনতেই পারেন। Infinix Smart 5A এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা‌, বড় ব্যাটারি ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Infinix Smart 5A এর দাম ও সেল অফার

ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। এই মূল্য ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। ফোনটি ওশান ওয়েভ, মিডনাইট ব্ল্যাক, ও কোয়েটজাল সায়ান কালারে উপলব্ধ।

লঞ্চ অফার হিসেবে ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনের ওপর Axis, ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। অর্থাৎ ফোনটি ৫,৪৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে। এছাড়া JioExclusive device lock অফারের অধীনে ফোনটি কিনলে ৫৫০ টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

Infinix Smart 5A এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনে দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৩৩ ঘন্টা টক টাইম, ২৮ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম, ১৩ ঘন্টা গেমিং, ১৬ ঘন্টা ওয়েব ব্রাউজিং ১৯ ঘন্টা (এইচডি রেজোলিউশনে দেখলে) ভিডিও প্লেব্যাক টাইম এবং ৩৫ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে কোম্পানি দাবি করেছে। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস (১৫৬০ x ৭২০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লের কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

আবার Infinix Smart 5A ফোনের পিছনে পাওয়া যাবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এক্সওএস ৭.৬-এ চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন