গত মাসে লঞ্চ হওয়া 64 জিবি মেমোরির সবচেয়ে সস্তা ফোন আরও কম দামে কেনার সুযোগ
আপনি কি ৮০০০ টাকার কমে নতুন ফোন খোঁজ করছেন? চাইছেন তাতে যেন বেশি মেমোরি থাকে? তাহলে আপনার জন্য উপযুক্ত হতে পারে Infinix...আপনি কি ৮০০০ টাকার কমে নতুন ফোন খোঁজ করছেন? চাইছেন তাতে যেন বেশি মেমোরি থাকে? তাহলে আপনার জন্য উপযুক্ত হতে পারে Infinix Smart 6। আজ্ঞে হ্যাঁ? এই এন্ট্রি-লেভেল ফোনটি গত মাসের শেষে ভারতে লঞ্চ হয়েছে। এখন ফোনটি আকর্ষণীয় অফারের সাথে পাওয়া যাচ্ছে। Infinix Smart 6-এ আছে ৬৪ জিবি স্টোরেজ। আবার ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এসেছে। আবার এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Infinix Smart 6 এর দাম ও অফার
ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনের ২ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা। তবে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ফোনটি আরও কম দামে পকেটস্থ করার সুযোগ দিচ্ছে। আপনার কাছে যদি সিটি ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে তাহলে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। আবার ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের।
Infinix Smart 6 এর স্পেসিফিকেশন
ইনফিনিক্স স্মার্ট ৬ হ্যান্ডসেটের সামনে আছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ৫০০ নিট ব্রাইটনেস এবং ৮৮.৪৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনের পিছনে ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ডেপ্থ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত।
Infinix Smart 6 এসেছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসরের সাথে। ফোনটি ২ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে ফেস আনলক ও রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সিকিউরিটি ফিচারগুলি বর্তমান। Infinix Smart 6 অ্যান্ড্রয়েড ১১ (গো সংস্করণ)-ভিত্তিক এক্স ওএস ৭.৬ (XOS 7.6)-এ রান করতে পারে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।