8 হাজার টাকার কমে Infinix Smart 6 ভারতে আসছে 23 এপ্রিল

Infinix Smart 6 গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্র সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এই ফোনটি এবার ভারতে আসছে। কোম্পানির তরফে...
Julai Modal 16 April 2022 10:23 AM IST

Infinix Smart 6 গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্র সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এই ফোনটি এবার ভারতে আসছে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, আগামী ২৩ এপ্রিল Infinix Smart 6 ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করছে। ভারতে ফোনটির দাম রাখা হতে পারে ৮,০০০ টাকার কম। এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে ও ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসর।

Infinix Smart 6 এর ভারতে দাম (সম্ভাব্য)

যুক্তরাষ্ট্রে ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনের ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ১২০ ডলার (প্রায় ৯,১০০ টাকা)। ফোনটি হার্ট অফ ওসিয়ান, লাইট সি গ্রিন, পোলার ব্ল্যাক এবং স্টারি পার্পল কালারে এসেছিল। ভারতে এই ফোনের দাম ৮,০০০ টাকার কম রাখা হবে বলে জানা গেছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনা যাবে।

Infinix Smart 6 এর স্পেসিফিকেশন, ফিচার

ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি HD+ (৭২০×১৬০০ পিক্সেল) ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ, যার স্ক্রিন ডেন্সিটি ২৬৬ পিপিআই। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাবেন ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) বেসড এক্সওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করে। আবার Infinix Smart 6 ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসর। মাইক্রো এসডি কার্ড স্লট সহ আসা এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১০ ওয়াট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭৮ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম প্রদান করবে বলে দাবি সংস্থার।

সিকিউরিটির জন্য Infinix Smart 6 ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার উপলব্ধ। আবার এই ফোনে মিলবে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরের সুবিধাও। ফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল আছে ব্লুটুথ, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Show Full Article
Next Story