সস্তায় ৪ জিবি র‌্যাম, Infinix Smart 6 একদিন পরেই ভারতে লঞ্চ হচ্ছে

ইনফিনিক্স এবার ভারতে লঞ্চ করতে চলেছে তাদের Infinix Smart 6 স্মার্টফোনটি। এর আগে হ্যান্ডসেটটি গত অক্টোবর মাসে সীমিত কিছু...
Ananya Sarkar 25 April 2022 7:59 PM IST

ইনফিনিক্স এবার ভারতে লঞ্চ করতে চলেছে তাদের Infinix Smart 6 স্মার্টফোনটি। এর আগে হ্যান্ডসেটটি গত অক্টোবর মাসে সীমিত কিছু মার্কেটে উন্মোচিত হয়। আর এবার সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে Infinix Smart 6 ভারতে আগামী ২৭ এপ্রিল কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে কেনা যাবে। ভারতের বাজারে এই হ্যান্ডসেটটি কত দামে বিক্রি হবে সে সম্পর্কে কোন তথ্য এখনও প্রকাশ করেনি ইনফিনিক্স, তবে দাবি করা হয়েছে যে ফোনটিকে একটি "অভূতপূর্ব দামে" লঞ্চ করা হবে। ভারতীয় মডেলটি ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে, যেখানে এর গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে অর্ধেক, অর্থাৎ মাত্র ৩২ জিবি স্টোরেজ।

Infinix Smart 6 চলতি মাসেই আসছে ভারতে

ইনফিনিক্স একটি টুইটে নিশ্চিত করেছে যে, আগামী ২৭ এপ্রিল ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ হ্যান্ডসেটটি উন্মোচন করা হবে। এছাড়াও ফ্লিপকার্ট (Flipkart)-এ একটি ল্যান্ডিং পেজ বর্তমানে লাইভ রয়েছে, যা এই আসন্ন স্মার্টফোন সম্পর্কে আরও কয়েকটি তথ্য প্রকাশ করেছে। গ্লোবাল মার্কেটে এই হ্যান্ডসেটটি লঞ্চ হয় ১২০ ডলার (প্রায় ৯,০০০ টাকা) মূল্যে।

ইনফিনিক্স স্মার্ট ৬- এর স্পেসিফিকেশন (Infinix Smart 6 স্পেসিফিকেশন)

ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনটি ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ সহ ভারতের বাজারে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া জানা গেছে এই হ্যান্ডসেটে ৬.৬ ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে, যা ৫০০ নিট ব্রাইটনেস এবং ৮৯ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। এতে সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ২ জিবি + ২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম মিলবে। এতে ফেস আনলক ও রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সিকিউরিটি ফিচারগুলি রয়েছে। সংস্থার মতে, ইনফিনিক্স স্মার্ট ৬ এর রিয়ার প্যানেলটি একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান দিয়ে নির্মিত।

এছাড়া Infinix Smart 6-এর ভারতীয় সংস্করণে গ্লোবাল মডেলের মতই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। তাই এই মডেলটি অ্যান্ড্রয়েড ১১ (গো সংস্করণ)-ভিত্তিক এক্স ওএস ৭.৬ (XOS 7.6)-এ রান করতে পারে। এই ইনফিনিক্স স্মার্টফোনটি ইউনিসক এসসি ৯৮৬৩এ (Unisoc SC9863A) চিপসেট দ্বারা চালিত হতে পারে। ফটোগ্রাফির জন্য, এই ডিভাইসের ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 6-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্ট মিলতে পারে। সংস্থা জানিয়েছে, ফোনের ব্যাটারিটি ৩১ ঘন্টা পর্যন্ত টকটাইম এবং ৬৭৮ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম প্রদান করতে পারে।

Show Full Article
Next Story