Infinix Smart 6: সবচেয়ে সস্তার ৬৪ জিবি মেমোরির ফোন আজ লঞ্চ হচ্ছে

Infinix Smart 6 আজ ভারতে লঞ্চ হচ্ছে। দুপুর ১২টায় ফোনটি এদেশে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে ফোনটি পা রেখেছে, তাই এর স্পেসিফিকেশন আমাদের জানা। Infinix…

Infinix Smart 6 আজ ভারতে লঞ্চ হচ্ছে। দুপুর ১২টায় ফোনটি এদেশে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে ফোনটি পা রেখেছে, তাই এর স্পেসিফিকেশন আমাদের জানা। Infinix Smart 6 ফোনে পাওয়া যাবে ইউনিসক এসসি ৯৮৬৩এ প্রসেসর, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনা যাবে। আসুন এই ফোনের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Smart 6 এর সম্ভাব্য দাম

ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনের দাম রাখা হতে পারে ৯ হাজার টাকার কম। এই মূল্য রাখা হতে পারে ২+২ (ভার্চুয়াল) র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। গ্লোবাল মার্কেটে এই হ্যান্ডসেটটি লঞ্চ হয় ১২০ ডলার (প্রায় ৯,০০০ টাকা) মূল্যে।

Infinix Smart 6 এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট ৬ হ্যান্ডসেটে ৬.৬ ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে, যা ৫০০ নিট ব্রাইটনেস এবং ৮৯ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। ফোনটি সর্বাধিক ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসতে পারে। এতে ফেস আনলক ও রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সিকিউরিটি ফিচারগুলি রয়েছে।

Infinix Smart 6 অ্যান্ড্রয়েড ১১ (গো সংস্করণ)-ভিত্তিক এক্স ওএস ৭.৬ (XOS 7.6)-এ রান করতে পারে। এই ইনফিনিক্স ফোনে ব্যবহার করা হতে পারে ইউনিসক এসসি ৯৮৬৩এ (Unisoc SC9863A) চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 6 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্ট মিলতে পারে।