সবাইকে চমকে দিয়ে Infinix আনছে 160W ফাস্ট চার্জিং সাপোর্টের স্মার্টফোন

বাজেট ও মিড রেঞ্জে চমৎকার স্মার্টফোন লঞ্চ করার জন্যেই ইনফিনিক্স (Infinix) বেশি পরিচিত। সেভাবে হাই এন্ড স্পেসিফিকেশন সহযোগে স্মার্টফোন আনতে সংস্থাটিকে এখনও দেখা যায়নি। তবে…

বাজেট ও মিড রেঞ্জে চমৎকার স্মার্টফোন লঞ্চ করার জন্যেই ইনফিনিক্স (Infinix) বেশি পরিচিত। সেভাবে হাই এন্ড স্পেসিফিকেশন সহযোগে স্মার্টফোন আনতে সংস্থাটিকে এখনও দেখা যায়নি। তবে শেষ কয়েকবছরে ইনফিনিক্সের জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, তাতে ক্রেতারা Infinix স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি এবং নতুন কিছু দেখার আশায় রয়েছেন। এখন, তাঁদেরকে খুশি করার মতো দারুণ একটি খবর আমাদের কাছে এসেছে।

এক্সডিএ ডেভেলপার্স (XDA Developers) তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইনফিনিক্স সুপার ফাস্ট ১৬০ ওয়াট ফাস্ট চার্জ (160W Fast Charge) প্রযুক্তির একটি স্মার্টফোন প্রস্তুত করছে। এমনকি পাবলিকেশনটি ইনফিনিক্স ব্র্যান্ডিংয়ের ১৬০ ওয়াট আল্ট্রা ফ্ল্যাশ চার্জিং টেক্সটযুক্ত একটি ডামি চার্জার পেয়েছে।

গোটা ঘটনাটি ইঙ্গিত করে যে ইনফিনিক্স এমন ফোনের ওপর কাজ করছে যা এই মুহূর্তে বাজারে উপলব্ধ অন্যান্য অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, বর্তমানে শাওমি এমআই ১১ আল্ট্রা (Xiaomi Mi 11 Ultra), আইকো ৫ প্রো (iQOO 5 Pro), বা ব্ল্যাক শার্ক ৪ (Black Shark 4) সিরিজ ছাড়াও হাতেগোনা কয়েকটি স্মার্টফোনে সর্বোচ্চ ১২০ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট করে।

২০১৩ সাল থেকেই ইনফিনিক্স স্মার্টফোন ব্যবসায় রয়েছে এবং মূলত মিড রেঞ্জ স্মার্টফোনের ওপরেই বেশি মনোনিবেশ করেছে। ১৬০ ওয়াট চার্জারের সাথে আসার অর্থ হল, স্মার্টফোনটি হাই এন্ড স্পেসিফিকেশনের সাথে আসবে। তবে, ১৬০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্টের সাথে ইনফিনিক্সের কোন স্মার্টফোন আনছে, তা এখনও স্পষ্ট হয়ে ওঠেনি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন