সস্তায় বাজারে আসছে স্মার্টওয়াচ ও ল্যাপটপ, Infinix XWatch 3 GT, XWatch 3 ও INBOOK পেল গুরুত্বপূর্ণ অনুমোদন

ইনফিনিক্স বর্তমানে একগুচ্ছ নতুন প্রোডাক্টের উপর কাজ করছে। সম্প্রতি ‘ইন্দোনেশিয়া টেলিকম’ সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ব্র্যান্ডের দুটি স্মার্টওয়াচ এবং দুটি ল্যাপটপ খুঁজে গেছে। আসন্ন ওয়্যারেবলগুলি –…

ইনফিনিক্স বর্তমানে একগুচ্ছ নতুন প্রোডাক্টের উপর কাজ করছে। সম্প্রতি ‘ইন্দোনেশিয়া টেলিকম’ সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ব্র্যান্ডের দুটি স্মার্টওয়াচ এবং দুটি ল্যাপটপ খুঁজে গেছে। আসন্ন ওয়্যারেবলগুলি – ইনফিনিক্স এক্সওয়াচ ৩ জিটি এবং এক্সওয়াচ ৩ নামে আসবে। আবার ল্যাপটপগুলি ইনবুক-সিরিজ অধীনস্ত হবে বলে জানা গেছে। নীচে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল…

ইনফিনিক্স এক্সওয়াচ ৩ জিটি, এক্সওয়াচ ৩ এবং ইনবুক সিরিজ ল্যাপটপ উপস্থিত হল ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটে

ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুসারে, ইনফিনিক্স এক্সওয়াচ ৩ জিটি মডেলটি ‘এক্সডাব্লিউ৩জিটি’ মডেল নম্বর বহন করবে। আবার স্ট্যান্ডার্ড ইনফিনিক্স এক্সওয়াচ ৩ আসবে ‘এক্সডাব্লিউ৩’ মডেল নম্বরের সাথে।

ইন্দোনেশিয়া ভিত্তিক এই সার্টিফিকেশন ওয়েবসাইট ডিভাইসগুলির নাম ও মডেল নম্বর নিশ্চিত করলেও, ফিচার সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সাইটের লিস্টিং স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ওয়্যারেবল দুটি খুব শীঘ্রই লঞ্চ হবে।

প্রসঙ্গত, ইনফিনিক্স এক্সওয়াচ ৩ জিটি স্মার্টওয়াচটি ইতিমধ্যেই অনুরূপ মডেল নম্বর সহ সংযুক্ত আরব আমিরাত -এর ‘টেলিকমিউনিকেশনস এবং ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি’ (টিডিআরএ) এবং ইইসি সার্টিফিকেশন ওয়েবসাইট দ্বারা অনুমোদিত হয়েছে। যদিও এই দুটি সাইটের লিস্টিংয়েও আসন্ন স্মার্টওয়াচের কোনও স্পেসিফিকেশন নজরে পড়েনি।

এদিকে, ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইটে দুটি নতুন ইনফিনিক্স ল্যাপটপ দেখা গেছে। যার মধ্যে প্রথমটির নাম ‘ইনবুক এয়ার প্রো+’ এবং এর মডেল নম্বর হবে ‘এক্সএল৪৩৪’। দ্বিতীয় ল্যাপটপ ‘ইনবুক ওয়াটার’ নামে এবং ‘এক্সএল৪৪২’ মডেল নম্বরের সাথে আসবে বলে নিশ্চিত করেছে লিস্টিং।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন