ফ্রি-র দিন শেষ? Instagram আনছে সাবস্ক্রিপশন ফিচার

সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে সাবস্ক্রিপশন নির্ভর পরিষেবা প্রদানের নয়া নীতি অনুসৃত হচ্ছে। এই নীতি অনুযায়ী পছন্দের ক্রিয়েটরের এক্সক্লুসিভ কন্টেন্ট দেখার জন্য ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন…

সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে সাবস্ক্রিপশন নির্ভর পরিষেবা প্রদানের নয়া নীতি অনুসৃত হচ্ছে। এই নীতি অনুযায়ী পছন্দের ক্রিয়েটরের এক্সক্লুসিভ কন্টেন্ট দেখার জন্য ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন চার্জ প্রদান করতে হবে। অর্থাৎ খুব সোজা ভাষায় বললে বিনিপয়সায় প্রিয় কন্টেন্ট দেখার মেয়াদ এবার শেষ। রীতিমতো সাবস্ক্রিপশন ফি চুকিয়ে একাংশের জনতাকে এরপর সোশ্যাল মিডিয়ায় বিচরণ করতে হবে।

উপরোক্ত নীতির প্রয়োগ দেখার জন্য আমাদের বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। Meta -র মালিকানাধীন জনপ্রিয় Instagram অ্যাপ্লিকেশনেই সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবার দেখা মিলতে পারে। বর্তমানে ফটো-শেয়ারিং অ্যাপের কর্তৃপক্ষ আলোচ্য ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। খুব তাড়াতাড়ি তারা এই ফিচারটিকে বৃহত্তর ইউজারমহলে উপলব্ধ করবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, মার্কিন মুলুকের ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য ইতিমধ্যেই একটি নতুন ইন-অ্যাপ পারচেজ (In-App Purchase) বিকল্প অ্যাপ স্টোরের লিস্টিংয়ে যুক্ত হয়েছে। উক্ত বিকল্পটি ‘Instagram Subscriptions’ নামের সঙ্গে প্রকাশ্যে এসেছে। সেন্সর টাওয়ারের (Sensor Tower) প্রতিবেদনে সর্বপ্রথম এই পরিবর্তনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

ভারতে অ্যাপ স্টোর লিস্টিংয়ে মাসিক ৮৯ টাকার বিনিময়ে ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন উপলব্ধ রয়েছে। পূর্বে এখানে ইন-অ্যাপ পারচেজ হিসেবে ব্যাজ (Badges) গ্রহণের জন্য মাসিক ৮৯ টাকার সাবস্ক্রিপশন দেখা গিয়েছে। পরবর্তীকালে এই মূল্য বেড়ে ৪৪৯ টাকায় পৌঁছয়। এদিকে চলতি বছরেই ইনস্টাগ্রাম সিইও অ্যাডাম মসেরি জানিয়েছেন যে, মূলত ক্রিয়েটরদের কথা ভেবেই তারা নতুন সাবস্ক্রিপশন নির্ভর মডেল চালুর কথা ভাবছেন। যদিও এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

ভারতে মাসিক ৮৯ টাকার বিনিময়ে Instagram Subcriptions পরিষেবা উপলব্ধ হলেও মার্কিন মুলুকের বাসিন্দাদের কাছে একাধিক মূল্যে সাবস্ক্রিপশনের সুযোগ খোলা থাকছে। এক্ষেত্রে তারা ০.৯৯ বা ৪.৯৯ মার্কিন ডলারের সাবস্ক্রিপশন প্যাক বেছে নিতে পারেন।

Instagram ছাড়াও Twitter Blue নামে Twitter -এর একটি নতুন সংস্করণ প্রকাশ্যে এসেছে। এটি জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের সাবস্ক্রিপশন ভিত্তিক ভার্সন বলে জানা গিয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন