Intel: মারা গেলেন ইন্টেলের সহ প্রতিষ্ঠাতা গর্ডন মুর, বয়স হয়েছিল ৯৪ বছর

সিলিকন ভ্যালির অগ্রদূত এবং ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর (Gordon Moore) ৯৪ বছর বয়সে গতকাল হাওয়াইতে তার বাড়িতে...
techgup 25 March 2023 12:38 PM IST

সিলিকন ভ্যালির অগ্রদূত এবং ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর (Gordon Moore) ৯৪ বছর বয়সে গতকাল হাওয়াইতে তার বাড়িতে মারা গেছেন। তিনি সেমিকন্ডাক্টর চিপগুলির ডিজাইনে এবং উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গর্ডন আর্ল মুর ১৯২৯ সালের ৩ জানুয়ারি সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন।

তিনি বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। এরপর মেরিল্যান্ডের জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে গবেষণা শুরু করেছিলেন।

১৯৫৬ সালে তিনি ক্যালিফোর্নিয়ায় ফিরে এসে শকলি সেমিকন্ডাক্টরে যোগ দেন। তারপর মুর এবং নয়েস মিলে ইন্টেল প্রতিষ্ঠাতা করেন। তিনি রাষ্ট্রপতি জর্জ এইচ ডাব্লু বুশের কাছ থেকে ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি পেয়েছিলেন।

এরপর ২০০২ সালে তিনি রাষ্ট্রপতি পদক ও দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানও পেয়েছিলেন। ১৯৫০ সালে মুর বেটি আইরিন হুইটেকারকে বিয়ে করেছিলেন। মুরের দুই ছেলে কেনেথ ও স্টিভেন এবং চার নাতি-নাতনি রয়েছে।

Show Full Article
Next Story