নভেম্বর থেকেই কাজ বন্ধ করছে Internet Explorer, পুরোপুরি বন্ধ হবে আগামী আগস্ট মাসে

গত আগস্ট মাসে জনপ্রিয় মাল্টি-টেক কোম্পানি Microsoft জানিয়েছিল, সংস্থাটি ধীরে ধীরে Internet Explorer 11-এর পরিষেবা বন্ধ করে দেবে। এই প্রক্রিয়াটি চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে…

গত আগস্ট মাসে জনপ্রিয় মাল্টি-টেক কোম্পানি Microsoft জানিয়েছিল, সংস্থাটি ধীরে ধীরে Internet Explorer 11-এর পরিষেবা বন্ধ করে দেবে। এই প্রক্রিয়াটি চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে এবং আগামী বছর অর্থাৎ ২০২১ সালের আগস্ট মাসের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে।
রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি ইতিমধ্যেই এই বড়সড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

বিলিপিং কম্পিউটার নামের একটি সংস্থা আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে মাইক্রোসফ্ট Internet Explorer 11- বা IE 11 ইউজারদের এই ওয়েব ব্রাউজার থেকে ক্রোমিয়াম ইঞ্জিন-বেসড Edge ব্রাউজারের লেটেস্ট ভার্সনে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা করছে মাইক্রোসফ্ট। ইউজারদের আকৃষ্ট করতে চলতি বছরের শুরুর দিকে ‘Microsoft Edge’ ব্রাউজারের এই ভার্সনটি বাজারে আনে মাইক্রোসফট, যা সব উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকে এবং IE 11-এর সাথে কমপ্যাটিবল নয় এমন সাইটের রেজাল্ট প্রদর্শন করে।

ইউজারদের, মাইক্রোসফ্ট এজ-এ রিডাইরেক্ট করার পর, একটি ওয়ান-টাইম (এককালীন) ডায়লগ বক্সের মাধ্যমে এই রি-ডাইরেকশনের কারণ ব্যাখ্যা করা হবে। এটি তাদের ব্রাউজিং ডেটা ইমপোর্ট করার অনুরোধ জানাবে, যার মধ্যে পাসওয়ার্ড, সার্চ ইঞ্জিন, ওপেনড (খোলা) ট্যাব, সেটিংস, কুকিজ এবং হোম পেজ ইত্যাদি ডিটেইলস অন্তর্ভুক্ত থাকবে। তবে, ইউজাররা এই ইমপোর্ট অপশনে সম্মতি না দিলেও এজ ওয়েব ব্রাউজারে তাদের সেশন চালিয়ে যেতে পারবেন।

মাইক্রোসফট তাদের সাপোর্ট পেজে জানিয়েছে, ” যখন একটি সাইট Internet Explorer থেকে Microsoft Edge ব্রাউজারে রিডাইরেক্ট হবে, তখন ইন্টারনেট এক্সপ্লোরারে ওয়েবসাইটটি ক্লোজড দেখাবে। এর পাশাপাশি একটি মাইক্রোসফট সাপোর্ট পেজও থাকবে, যেটি বর্ণনা করবে কেন রিডাইরেক্ট করা হচ্ছে।”

এছাড়া, মাইক্রোসফ্ট নতুন গ্রুপ পলিসি টেম্পলেট প্রবর্তন করবে বলে জানা গিয়েছে। এই নতুন গ্রুপ পলিসি, ইউজারদের রি-ডাইরেকশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এই পলিসিগুলি আজ থেকেই ADMX ফাইল আপডেটের মাধ্যমে উপলব্ধ হবে এবং আগামী মাসের ৯ তারিখ অবধি এগুলি অ্যাক্সেস করা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন