iPhone, Mac, iPad বা Apple Watch ব্যবহারকারীরা এক্ষুনি আপডেট করুন আপনার ডিভাইস, এল গুরুত্বপূর্ণ আপডেট

মাত্র এক সপ্তাহ আগেই নির্বাচিত আইফোন মডেলগুলির জন্য iOS 14.5.1 আপডেট রোলআউট করেছে অ্যাপল (Apple)। কিন্তু এই আপডেটে একটি বাগ পরিলক্ষিত হওয়ায়, মার্কিনি সংস্থাটি সেটির…

মাত্র এক সপ্তাহ আগেই নির্বাচিত আইফোন মডেলগুলির জন্য iOS 14.5.1 আপডেট রোলআউট করেছে অ্যাপল (Apple)। কিন্তু এই আপডেটে একটি বাগ পরিলক্ষিত হওয়ায়, মার্কিনি সংস্থাটি সেটির সংশোধনের জন্য তড়িঘড়ি একটি নতুন আপডেট নিয়ে এল। তবে শুধু আইফোনের জন্যই নয়, একইরকম সমস্যা থাকায় আইপ্যাডগুলির জন্য এসেছে নতুন iPadOS 14.5.1 আপডেট। অন্যদিকে, ব্র্যান্ডের ম্যাক (Mac) কম্পিউটার বা স্মার্টওয়াচ (Apple Watch)-গুলিতে উপলব্ধ হয়েছে macOS Big Sur 11.3.1 বা watchOS 7.4.1 আপডেট। রিপোর্ট অনুযায়ী, আইফোনের মডেলের জন্য আসা নতুন আপডেটটির সাইজ অত্যন্ত ছোট (সম্ভবত ১২০-১৩০ এমবি) এবং এটি লেটেস্ট ওএসের অ্যাপ ট্র্যাকিং ফিচারে স্বচ্ছতা আনবে। একই সাথে এটি এই ফিচার ও সেটিংসের কিছু ইস্যুর নিষ্পত্তি করবে বলেও জানা গিয়েছে।

একটি ব্লগ পোস্টে Apple জানিয়েছে যে, পূর্বে প্রকাশিত iOS 14.5.0 বা iPadOS 14.5.0-এ দুটি নিরাপত্তাজনিত দুর্বলতা ছিল। মূলত ওয়েবকিট (WebKit) ব্রাউজার ইঞ্জিন অর্থাৎ সাফারি, অ্যাপ স্টোর, মেইল বা অন্যান্য ওয়েব কন্টেন্ট রেন্ডারিংয়ে এই ত্রুটিদুটিকে লক্ষ্য করা গিয়েছিল। প্রায় একই রকম সমস্যা ছিল ম্যাক কম্পিউটার বা অ্যাপল ওয়াচগুলিতেও। তাই ডিভাইসগুলির বাগ জনিত সমস্যার সংশোধন করতে এবং এগুলির সুরক্ষা বাড়াতে পুনরায় নতুন আপডেট রোলআউট করেছে সংস্থাটি।

জানিয়ে রাখি, আইওএস বা আইপ্যাড-ওসের ত্রুটিদুটিকে CVE-2021-30663 এবং CVE-2021-30665 নামে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, CVE-2021-30663 আসলে একটি ইন্টিজার ওভারফ্লো প্রবলেম, যেখানে CVE-2021-30665 হল একটি মেমরি কোরাপশন ইস্যু। অন্যদিকে, নতুন আপডেটে অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি প্রম্পটের জন্যও একটি ফিক্স আনা হয়েছে বলে অ্যাপল উল্লেখ করেছে। এক্ষেত্রে যে সব ইউজার সেটিংস থেকে ট্র্যাকিংয়ের ‘অ্যালাউ অ্যাপ’ অপশনটি ডিজেবল করেছিলেন এবং পুনরায় অপশনটি এনাবেল করার পর প্রম্পট পাচ্ছিলেন না – তাদের জন্য নতুন আপডেটটি বিশেষভাবে সহায়ক হবে।

প্রসঙ্গত, অ্যাপল তার পুরানো আইফোন, আইপ্যাড এবং আইপড টাচ মডেল (যেমন iPhone 5s, iPhone 6, iPhone 6 Plus, iPad Air, iPad mini 2, iPad mini 3 এবং ৬ষ্ঠ প্রজন্মের iPod touch)-এর জন্য iOS 12.5.3 আপডেট প্রকাশ করেছে। বলা হচ্ছে এই আপডেটটি CVE-2021-30663 বা CVE-2021-30665-এর মত দুর্বলতাগুলিকে তো দূর করবেই, পাশাপাশি এটি CVE-2021-30666 ও CVE-2021-30661 নামে দুটি জিরো-ডে ফ্ল (ত্রুটি)-এরও সমাধান করবে। উল্লেখ্য আপডেটগুলি ইন্সটল করতে আইফোন, আইপ্যাড ইউজারদের সেটিংসে গিয়ে জেনারেল ট্যাবের সফ্টওয়্যার আপডেট সেকশনটি চেক করতে হবে। অন্যদিকে ম্যাক ডিভাইস ব্যবহারকারীদের সিস্টেম প্রেফারেন্স এবং অ্যাপল ওয়াচ ইউজারদের মাই ওয়াচ অপশনগুলি দেখতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন