IP/MPLS Router: সম্পূর্ণ ভারতে তৈরি, সরকারের সাহায্যে সবথেকে দ্রুততম রাউটার বাজারে আসছে

কেন্দ্রীয় আইটি এবং টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সম্প্রতি, ভারতে তৈরি করা সবথেকে দ্রুততম IP/MPLS বা...
SUMAN 11 March 2024 7:28 PM IST

কেন্দ্রীয় আইটি এবং টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সম্প্রতি, ভারতে তৈরি করা সবথেকে দ্রুততম IP/MPLS বা 'মাল্টি-প্রটোকল লেবেল সুইচিং' রাউটার লঞ্চ করার কথা ঘোষণা করলেন। এর পাশাপাশি অশ্বিনী বৈষ্ণব এটির লঞ্চ ইভেন্টটি কোথায় আয়োজন করা হবে সেই তথ্যও শেয়ার করেছেন।

জানা গেছে, খুব শীঘ্রই এই দ্রুততম 'মেড ইন ইন্ডিয়া' রাউটারটি বেঙ্গালুরুর নিবেটি সিস্টেমের ক্যাম্পাসে উন্মোচন করা হবে। যারপর এদেশের নাগরিকরা ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে কেনা ও ব্যবহারের অনুমতি পেয়ে যাবেন।

জানিয়ে রাখি, ২০২১ সালে মোবাইল ফোনের জন্য 'প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ' বা PLI নামের একটি ডেডিকেটেড স্কিম লঞ্চ করা হয়েছিল। পরবর্তীতে এই স্কিমের সাফল্যের উপর ভিত্তি করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ১৭ই মে, ২০২৩ সালে আইটি হার্ডওয়্যারের জন্য PLI 2.0 স্কিম অনুমোদন করা হয়। আইটি হার্ডওয়্যারের জন্য সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ প্রকল্পে - নেটওয়ার্কিং সুইচ এবং রাউটার সহ বেশ কয়েকটি টেলিকম পণ্য অন্তর্ভুক্ত। খুব শীঘ্রই এই MPLS রাউটারও এখানে তালিকাভুক্ত হতে চলেছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, বেশ কয়েকটি বিখ্যাত আইটি হার্ডওয়্যার প্রস্তুতকারক সংস্থা PLI 2.0 স্কিমের অধীনে আবেদন জমা দিয়েছিল, যা ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। এইসকল সংস্থা অধিক সময় নষ্ট না করেই তাৎক্ষণিকভাবে উৎপাদনকার্য শুরু করতে প্রস্তুত৷ এক্ষেত্রে আশা করে হচ্ছে যে, সংস্থাগুলি এদেশে ৩.৫ লক্ষ কোটি টাকা সমমূল্যের স্থানীয়ভাবে নির্মিত আইটি হার্ডওয়্যার প্রোডাক্ট নির্মাণে সক্ষম হবে। যার দরুন ভারতের আইটি ইন্ডাস্ট্রির কাঠামো আরো শক্তিশালী হয়ে উঠবে। শুধু তাই নয় হাজারো মানুষের জন্য কর্মসংস্থানও তৈরি হতে পারে।

Show Full Article
Next Story