২০ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে iPhone 11, কোথায় কি অফার রয়েছে দেখে নিন
টেকপ্রেমীদের মধ্যে অ্যাপল (Apple) বিকশিত আইফোনের (iPhone) জনপ্রিয়তা ব্যাপক। আধখাওয়া আপেলের লোগো সহ আসা ফোনগুলি অন্তত...টেকপ্রেমীদের মধ্যে অ্যাপল (Apple) বিকশিত আইফোনের (iPhone) জনপ্রিয়তা ব্যাপক। আধখাওয়া আপেলের লোগো সহ আসা ফোনগুলি অন্তত একবার হলেও পকেটস্থ করার আকাঙ্খা কমবেশি প্রায় প্রত্যেক মানুষেরই মনে সুপ্ত আছে। কিন্তু নানাবিধ কার্যকর ফিচারে ঠাসা আইফোনের দাম তুলনায় অনেকটাই চড়া হওয়ার দরুন, সাধ থাকলেও পকেট সায় দেয় না অধিকাংশে মানুষেরই। কিন্তু, ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) সম্প্রতি এমন একটি অফারের সাথে হাজির হয়ে গেছে, যার দৌলতে আপনাদের একটি নতুন আইফোন ব্যবহারের ইচ্ছা বাস্তবায়িত হতে পারে। আসলে উক্ত অনলাইন শপিং সাইটে আইফোন ১১ (iPhone 11) ফোনকে ভারী ডিসকাউন্ট ও নানাবিধ অফারের সাথে সীমিত সময়ের জন্য অত্যন্ত সস্তায় বিক্রি করা হচ্ছে। ফলে, ডিসকাউন্টের পাশাপাশি যাবতীয় অফারের লাভ ওঠাতে পারলে, ১১তম প্রজন্মের আইফোন সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটিকে আপনারা ৩০,০০০ টাকারও কম দামে পকেটস্থ করে নিতে পারবেন।
Flipkart থেকে দুর্দান্ত অফার ও ছাড়ের সাথে সস্তায় কিনে নেওয়া যাবে iPhone 11
আইফোন ১১ মডেলের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৪৯,৯৯০ টাকা। কিন্তু, ই-কমার্স সাইট ফ্লিপকার্ট সীমিত সময়ের জন্য অ্যাপলের এই আইফোন মডেলকে ৬,৯০১ টাকা (১৩%) ডিসকাউন্টের সাথে মাত্র ৪২,৯৯৯ টাকায় বিক্রি করার কথা ঘোষণা করেছে। তবে, ডিসকাউন্টের পাশাপাশি উপলব্ধ যাবতীয় অফারের লাভ ওঠাতে পারলে আইফোন ১১ -কে আপনারা আরো ১৩,০০০ টাকা সাশ্রয় করে কিনে নিতে পারবেন।
যেমন, পুরানো মোবাইল পরিবর্তন করে এই অ্যাপল আইফোনটি কিনলে ১৩,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে ১১তম প্রজন্মের আইফোনটিকে মাত্র ২৯,৯৯৯ টাকায় পকেটস্থ করে নেওয়া যাবে। তবে আগেই জানিয়ে দিই, এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ আপনার বিদ্যমান পুরানো ফোনের অবস্থা এবং এর দামের উপর নির্ভর করবে। আর যেসকল গ্রাহকেরা মাসে মাস পরিশোধ করতে চান, তারা মাসিক ৭,১৬৭ টাকার স্ট্যান্ডার্ড ইএমআই প্রদান করার মাধ্যমে আইফোন ১১ -কে বাড়ি নিয়ে আসতে পারবেন।
এছাড়া ফ্লিপকার্টে এই আইফোনের সাথে বেশ কয়েকটি ব্যাঙ্ক অফারও উপলব্ধ রয়েছে। যেমন -
১. HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে নন-ইএমআই ট্রানজ্যাকশন করলে ২,০০০ টাকার ছাড় পাওয়া যাবে৷
২. Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে নন-ইএমআই ট্রানজ্যাকশন করলে দেওয়া হবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
৩. Kotak ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করার ক্ষেত্রে ১,২৫০ টাকার ছাড় পাওয়া যাবে।
৪. Flipkart Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক অফার করা হবে।
উপরিউক্ত অফারগুলি ছাড়াও, আইফোন ১১ কেনার ক্ষেত্রে গানা প্লাস (Gaana Plus) অ্যাপের ৬ মাসের ফ্রি সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন আপনারা।
iPhone 11 ফোনের অন্যান্য ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ ডিসকাউন্টের বিশদ
আইফোন ১১ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের আরেকটি ভ্যারিয়েন্টকেও ডিসকাউন্টের সাথে কম দামে কিনে নেওয়া যাবে। যেমন এই ফোনটির ১২৮ জিবি স্টোরেজ অপশন ৭,৯০১ টাকা (১৪%) ডিসকাউন্টের সাথে মাত্র ৪৬,৯৯৯ টাকায় এনালিস্ট করা হয়েছে ফ্লিপকার্টে। পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া আইফোন কিনলে ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে আপনারা উক্ত আইফোন মডেলকে মাত্র ৩৩,৯৯৯ টাকায় কিনে নিতে পারবেন। আর ফুল পেমেন্টের পরিবর্তে কিস্তিতে টাকা শোধ করতে চাইলে স্ট্যান্ডার্ড ইএমআই অপশন উপলব্ধ থাকছে। এর জন্য আপনাদের প্রতি মাসে ৭,৮৩৪ টাকার ইএমআই দিতে হবে। বাদবাকি বিদ্যমান অফারগুলি ৬৪ জিবি ভ্যারিয়েন্টের অনুরূপ।