অবিশ্বাস্য অফার, iPhone 11 Pro Max কিনুন ৫০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে

Apple -এর iPhone না তো কেবল দুর্দান্ত ফিচার সহ আসে, হাতে থাকলে অদৃশ্য আভিজাত্য অনুভব করেন ইউজাররা। ফলত প্রায় প্রতিটি প্রযুক্তিপ্রেমী জীবনে অন্তত একবার আইফোনের…

Apple -এর iPhone না তো কেবল দুর্দান্ত ফিচার সহ আসে, হাতে থাকলে অদৃশ্য আভিজাত্য অনুভব করেন ইউজাররা। ফলত প্রায় প্রতিটি প্রযুক্তিপ্রেমী জীবনে অন্তত একবার আইফোনের মালিকানা পাওয়ার আকাঙ্খা রাখেন। সেক্ষেত্রে, আপনিও যদি একটি আইফোন কিনতে ইচ্ছুক হন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর! কারণ, ই-কমার্স সাইট Amazon সীমিত সময়ের জন্য অ্যাপেলের iPhone 11 সিরিজের ‘টপ’ মডেল iPhone 11 Pro Max -এর ওপর ৫০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই -এর সুবিধা। আসুন আইফোন ১১ প্রো ম্যাক্স স্মার্টফোনটির কোন কোন ভ্যারিয়েন্ট কত দামে পাওয়া যাবে জেনে নেওয়া যাক।

Apple iPhone 11 Pro Max এর ওপর ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড়

অ্যাপেলের আইফোন ১১ প্রো ম্যাক্স ৩টি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছিল। সেক্ষেত্রে, আপনারা যদি অ্যামাজন থেকে আইফোন ১১ প্রো ম্যাক্স স্মার্টফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মিডনাইট গ্রীন মডেলটি কেনেন তাহলে, রিটেল মূল্যের ওপর ২৯,২০০ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ, ২৫% ডিসকাউন্টের পর এটিকে কিনতে ৮৭,৯০০ টাকা খসাতে হবে। উক্ত মডেলটিকে কেনার ক্ষেত্রে নো-কোস্ট ইএমআইয়ের সুবিধাও পেয়ে যাবেন আপনারা। অন্যদিকে, ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির গোল্ড এবং মিডনাইট গ্রীন কালারের মডেলের ওপর ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ফলে এখন আইফোন ১১ প্রো ম্যাক্স স্মার্টফোনের এই ভ্যারিয়েন্টটিকে ৯৬,৯০০ টাকার বিনিময়ে পকেটস্থ করা যাবে। এছাড়া, ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের গোল্ড কালারের মডেলটির ক্ষেত্রে অবিশ্বাস্য ৫০,৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার দরুন, মডেলটির বিক্রয় মূল্য এখন ৯৯,৯০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এই ভ্যারিয়েন্টটিকে গ্রাহকেরা গোল্ড সহ মিডনাইট গ্রীন, সিলভার এবং স্পেস গ্রে কালার অপশনের সাথে পাবেন।

প্রসঙ্গত, অ্যাপলের আইফোন ১১ সিরিজের অন্তর্গত iPhone 11 এবং iPhone 11 Pro হ্যান্ডসেট দুটির ক্ষেত্রে অ্যামাজনে কোনো ছাড় বা অফার দেওয়া হচ্ছে না।

iPhone 11 Pro Max এর ফিচার ও স্পেসিফিকেশন

অ্যাপল আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে ১,২৪২x২,৬৮৮ পিক্সেল রেজুলেশন, HDR 10 এবং ডলবি ভিশন সাপোর্ট সহ ৬.৫ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফাস্ট-পারফরম্যান্স -এর জন্য এটিতে, অ্যাপেল এ১৩ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে আইওএস ১৪.৬।

সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য iPhone 11 Pro Max ফোনে থাকছে একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া, মডেলটির ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে, ৩,৯৬৯ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে বলে অ্যাপেলের দাবি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন