আজ থেকে শুরু হচ্ছে iPhone 12, iPhone 12 Mini পার্পেল কালার ও AirTags এর সেল, জানুন দাম

ভারত সহ অন্যান্য মার্কেটে আজ থেকে শুরু হল iPhone 12, iPhone 12 mini (পার্পেল কালার) ও AirTag এর সেল। কোম্পানির নিজস্ব...
PUJA 30 April 2021 1:08 PM IST

ভারত সহ অন্যান্য মার্কেটে আজ থেকে শুরু হল iPhone 12, iPhone 12 mini (পার্পেল কালার) ও AirTag এর সেল। কোম্পানির নিজস্ব রিটেল স্টোর থেকে ডিভাইসগুলি কেনা যাবে। এছাড়াও iPad Pro (2021), iMac (2021), এবং নতুন Apple TV 4K-র প্রি-অর্ডারও আজ থেকে শুরু হবে। গত সপ্তাহে Apple তাদের 'Spring Loaded' ইভেন্টে এই প্রোডাক্টগুলি লঞ্চ করেছিল। জানিয়ে রাখি গতবছর আইফোন ১২ মিনি ও আইফোন ১২ ফোন‌ দুটি ব্লু, গ্রীন, ব্ল্যাক, হোয়াইট ও প্রোডাক্ট (রেড) কালারের সাথে লঞ্চ হয়েছিল।

iPhone 12, iPhone 12 mini পার্পেল কালার ভ্যারিয়েন্ট ও AirTag এর দাম ও লভ্যতা

নতুন কালার ভ্যারিয়েন্টে এলেও আইফোন ১২ ও আইফোন ১২ মিনি এর দাম আগের মতোই রাখা হয়েছে। এর মধ্যে iPhone 12 ফোনটির দাম শুরু হয়েছে ৭৯,৯০০ টাকা থেকে। এই দাম ৬৪ জিবি ভ্যারিয়েন্টের। আবার ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৪,৯০০ টাকা ও ৯৪,৯০০ টাকা। অন্যদিকে iPhone 12 mini তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা। আবার ১২৮ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৪,৯০০ টাকা ও ৮৪,৯০০ টাকা।

এদিকে ভারতে Apple AirTags এর দাম রাখা হয়েছে ৩,১৯০ টাকা। আবার চারটি একসঙ্গে নিলে ১০,৯০০ টাকা দাম পড়বে।

Apple এর ই-স্টোর থেকে প্রোডাক্টগুলি কেনা যাবে। এছাড়াও কোম্পানির অথরাইজড রিসেলার স্টোর থেকেও এগুলি পাওয়া যাবে। যদিও Flipkart, Amazon এর মত ই-কমার্স সাইট থেকে প্রোডাক্টগুলির সেল এখনও শুরু হয়নি।

iPad Pro (2021), iMac (2021), এবং Apple TV 4K (2021) এর প্রি-অর্ডার

আজ রাত থেকে Apple এর iPad Pro (2021), iMac (2021), এবং Apple TV 4K (2021) এর প্রি-অর্ডার শুরু হবে। অ্যাপলের অনলাইন স্টোর ছাড়াও অথরাইজড রিসেলার স্টোর থেকে প্রোডাক্টগুলির প্রি-অর্ডার শুরু হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story