৩৮ হাজার টাকা পর্যন্ত বাঁচান, iPhone 12 এখানে পাওয়া যাচ্ছে সবচেয়ে সস্তায়
আপনি যদি নয়া আইফোন কেনার কথা ভেবে থাকেন, তবে আজ আমরা আপনাকে iPhone 12 এর সাথে পাওয়া ডিসকাউন্ট সম্পর্কে বলবো। আইফোনের...আপনি যদি নয়া আইফোন কেনার কথা ভেবে থাকেন, তবে আজ আমরা আপনাকে iPhone 12 এর সাথে পাওয়া ডিসকাউন্ট সম্পর্কে বলবো। আইফোনের সেরা মডেলগুলির মধ্যে অন্যতম iPhone 12 এখন বিভিন্ন ব্যাংক অফারের সাথে বিক্রি হচ্ছে। জানিয়ে রাখি, এই ফোনে পাওয়া যাবে ওলেড ডিসপ্লে ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যাপলের দাবি ফুল চার্জে ডিভাইসটি ১৩ ঘন্টা ভিডিও দেখতে দেবে।
iPhone 12 এর দাম ও অফার
অ্যাপল আইফোন ১২ লোভনীয় অফারের সাথে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যাবে। এই স্মার্টফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৫৯,৯০০ টাকা। তবে আপনি ৯% ছাড়ের পরে এটি এখন ৫৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন। সাথে অনেক ব্যাংক অফারের লাভ ওঠানো যাবে। যেমন HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ৫ শতাংশ ক্যাশব্যাক।
অফার এখনও শেষ হয়ে যায়নি, আপনি যদি ফ্লিপকার্টে পুরানো স্মার্টফোন বদলে আইফোন ১২ কিনতে চান, তাহলে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। কিন্তু এত ডিসকাউন্ট পেতে হলে আপনার পুরোনো স্মার্টফোনের কন্ডিশন ঠিক থাকা উচিত, পাশাপাশি ফোনের মডেলের ওপর এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে।
iPhone 12 এর স্পেসিফিকেশন
আইফোন ১২ এর স্পেসিফিকেশন নিয়ে আপনার কোনও অভিযোগ থাকার কথা নয়। এই ফোনের সামনে দেখা যাবে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। আবার ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা বর্তমান, যার প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য ডিভাইসে ব্যবহার করা হয়েছে এ১৪ বায়োনিক চিপ।