২৪,০০০ টাকা ছাড়ে iPhone 12 Pro, সুযোগ হাতছাড়া করবেন না
স্মার্টফোনের দুনিয়ায় Apple iPhone -এর জনপ্রিয়তার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। কারণ সে কোনো মামুলি ডিভাইস নয়, বরং...স্মার্টফোনের দুনিয়ায় Apple iPhone -এর জনপ্রিয়তার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। কারণ সে কোনো মামুলি ডিভাইস নয়, বরং এক জ্বলন্ত স্ট্যাটাস সিম্বল! আর সেকারণেই iPhone হাতে তুলে নেওয়ার জন্য আমাদের এত বাড়বাড়ন্ত। সেদিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে নতুন আইফোন ক্রেতাদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ! Apple iPhone 12 পরিবারের Pro ভ্যারিয়েন্ট এখন সস্তায় কেনা যাচ্ছে।
উল্লেখ্য, লঞ্চের সময় Apple iPhone 12 Pro এর প্রারম্ভিক মূল্য ছিল ১,১৯,৯০০ টাকা। কিন্তু বর্তমানে Amazon Great Indian Festival Sale থেকে এই ডিভাইস কিনলে পুরো ২৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফলে এই মুহূর্তে উক্ত ডিভাইসের দাম পড়বে মাত্র ৯৫,৯০০ টাকা, যা অত্যন্ত লাভজনক।
Amazon Great Indian Festival Sale: ২৪,০০০ টাকা ছাড়ে কিনুন iPhone 12 Pro
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সদ্য লঞ্চ হওয়া Apple iPhone 13 সিরিজের ডিভাইস বাদ দিয়ে তারা হঠাৎ iPhone 12 Pro কিনবেন কেন? সেক্ষেত্রে ছাড়ের পরিমাণ যে একটা বড় টোপ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, Apple iPhone 13 Pro-এর দাম শুরু হয়েছে ১,১৯,৯০০ টাকা থেকে। সেখানে ২৪,০০০ টাকা কম দামে iPhone 12 Pro নিঃসন্দেহে ভালো বিকল্প হতে পারে।
তাছাড়া সাম্প্রতিক সময়ে বাজারে অ্যাপল আইফোন ১৩ সিরিজের ডিভাইসগুলি অমিল। সরবরাহে ঘাটতির কারণে ক্রেতারা সদ্য প্রকাশ্যে আসা এই সিরিজের ফোনগুলি কিনতে ব্যর্থ হচ্ছেন। সেদিক থেকে আইফোন ১২ ভ্যারিয়েন্টের সরবরাহে বর্তমানে কোনো সমস্যা নেই। তাই চাইলে অনায়াসে আগ্রহীরা উক্ত সিরিজের ডিভাইস কিনে ফেলতে পারেন।
আবার ডিজাইনের কথা বিচার করতে গেলেও আইফোন ১২ প্রো এবং আইফোন ১৩ প্রো ডিভাইসের মধ্যে খুব একটা পার্থক্য নেই। সবথেকে বড় কথা উভয় ডিভাইসের সঙ্গে অ্যাপল ক্রেতাকে চার্জিং অ্যাডাপ্টার প্রদান করবেনা। ফলে ক্রেতাকে আলাদাভাবে সেটি কিনে নিতে হবে। এক্ষেত্রে ২৪,০০০ টাকা ডিসকাউন্টের সঙ্গে উপলব্ধ হওয়ায় আইফোন ১২ প্রো কেনা ক্রেতার জন্য সুবিধাজনক হবে।
Amazon থেকে Apple iPhone 12 Pro ছাড়া বর্তমানে অ্যাপলের আরো একটি ডিভাইস বিপুল ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। এই ই-কমার্স সাইটে Apple iPhone 12 mini ডিভাইসের ৬৪ জিবি সংস্করণ বিক্রি হচ্ছে মাত্র ৪২,০৯৯ টাকায়, যার লঞ্চের সময় মূল্য ছিল ৬৯,৯০০ টাকা।