সুখবর, মাত্র ৪৪ হাজার টাকা থেকে পাওয়া যাচ্ছে iPhone 12 সিরিজ

এই মুহূর্তে নতুন Apple iPhone কিনতে চাইলে আপনার জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। একে কাজে লাগিয়ে অন্য সময়ের তুলনায় অনেক...
SUPARNAMAN 10 Feb 2022 12:36 AM IST

এই মুহূর্তে নতুন Apple iPhone কিনতে চাইলে আপনার জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। একে কাজে লাগিয়ে অন্য সময়ের তুলনায় অনেক সস্তা দামে আইফোনের অন্যতম লেটেস্ট সংস্করণ ক্রয় করা যাবে। তবে সেক্ষেত্রে Apple iPhone 13 নয় বরং আগ্রহীকে বেছে নিতে হবে Apple iPhone 12 সিরিজের ডিভাইস। আজ্ঞে হ্যাঁ, Apple iPhone 12 সংস্করনের বিভিন্ন ডিভাইসের কেনাকাটায় বর্তমানে আলাদা আলাদা ই-কমার্স ওয়েবসাইটে আকর্ষণীয় অফার বিদ্যমান রয়েছে। আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতীয় বাজারে Apple iPhone 12 সিরিজের বর্তমান দাম

এক্ষেত্রে শুরুতেই জানিয়ে রাখি, iPhone 13 -এর মতো আমাদের আলোচ্য সিরিজের আইফোন ডিভাইসগুলি ১২৮ জিবি বেস ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ নয়। ফলে এমতাবস্থায় এদের ৬৪ জিবি স্টোরেজ সহ আগত সংস্করণ কেনা যেতে পারে। তবে অধিক স্টোরেজ বিকল্পে এই ডিভাইসগুলি কিনতে চাইলে আগ্রহীদের অপেক্ষাকৃত বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে।

বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে অ্যাপলের iPhone 12 mini ডিভাইস কিনতে হলে প্রায় ৪৩,৯৯৯ টাকা খরচ করতে হবে। উক্ত মূল্যের বিনিময়ে iPhone 12 mini ডিভাইসের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ক্রয় করা যাবে। এছাড়া একই ডিভাইসের ১২৮ এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সংগ্রহ করতে হলে যথাক্রমে ৫৪,৯৯৯ এবং ৬৪,৯৯৯ টাকা খরচের প্রয়োজন পড়বে।

অপরপক্ষে ফ্লিপকার্টে Apple iPhone 12 ডিভাইসের প্রাথমিক মূল্য ৫১,৯৯৯ টাকা। এটি ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের সঙ্গে আসবে। এছাড়া ১২৮ জিবি স্টোরেজ বিকল্পে আলোচ্য ডিভাইস সংগ্রহ করতে হলে ৬৪,৯৯৯ টাকা খরচ করতে হবে। আপাতত ফ্লিপকার্টে এই ডিভাইসের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উপলব্ধ নয়। ফলে উক্ত স্টোরেজ বিকল্প সহ আগত iPhone 12 ডিভাইস কিনতে হলে আগ্রহীকে অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের দ্বারস্থ হতে হবে।

উল্লেখ্য, Apple iPhone 12 সিরিজের ডিভাইসে শক্তিশালী A14 Bionic চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ক্রেতাকে অসাধারণ স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের জন্য সুপরিচিত। তাই অ্যান্ড্রয়েড ডিভাইসের বদলে বিশেষ অফারমূল্যে আগত আলোচ্য সিরিজের স্মার্টফোন কেনা প্রকৃত অর্থেই লাভজনক হতে পারে। তাছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইসের তুলনায় আইফোনের রিসেল ভ্যালু যে কোনও পরিস্থিতিতেই অনেক বেশি। ফলে সেকথা মাথায় রেখেও আগ্রহীরা iPhone 12 সিরিজের নতুন ডিভাইস কিনে ফেলতে পারেন।

Show Full Article
Next Story
Share it