ইউরোপ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে লকডাউনের বিধিনিষেধ কমছে। ঘরবন্দী দশা থেকে নাগরিকেরা আবার বাইরে বেরিয়ে কেনাকাটা থেকে আরম্ভ করে দৈনন্দিন কাজ সারছেন। অন্যদিকে বেশ কয়েকটি দেশে হাই-এন্ড স্মার্টফোন সেগমেন্টে Huawei-এর অনুপস্থিতিতে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলিকে Apple অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছে এবং স্মার্টফোন মহলে অভিজ্ঞদের মতে এগুলি টেক জায়েন্টটির অনুকূলে কাজ করতে পারে।
অ্যাপল সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন আইফোন বাজারে আনে। এ বছরেও সেই রীতি অনুসরণ করা হবে, নাকি অন্যথা হতে চলেছে বিষয়ে অবশ্য সংস্থাটি কিছু জানায়নি। তবে আসন্ন iPhone 13 বা iPhone 12s (অফিসিয়াল নাম কনফার্মড নয়) মডেলের স্মার্টফোন নিয়ে অ্যাপল কী পরিকল্পনা করছে, লঞ্চ হওয়ার আগেই তার আভাস একটি অনলাইন রিপোর্টে দেওয়া হল। রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন বিষয় অনুগ্রহে কাজ করার ফলে অ্যাপল এ বছর তার আইফোনের বিক্রি বাড়িয়ে তুলতে চাইছে।
ট্রেন্ডফোর্সের রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যাপল ২২৩ মিলিয়ন ইউনিট পর্যন্ত আইফোন ১৩ এর উৎপাদন করতে পারে। অপরদিকে, নাইনটুম্যাকের মতে, আগের বছর যে দামে আইফোন ১২ সিরিজ লঞ্চ হয়েছিল। চলতি বছরেও আইফোন ১৩ সিরিজ সেই একই দামে লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে যে, ২০২১-এ অ্যাপলের মোট বার্ষিক উৎপাদনের প্রায় ৩৯ শতাংশে নতুন আইফোন সিরিজের অবদান থাকবে।
iPhone 13 সিরিজে কতগুলি ফোন থাকবে
চলতি বছরে চারটি নতুন আইফোন আসতে পারে – আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, এবং আইফোন ১৩ মিনি। চারটি ফোনেই অ্যাপলের নতুন এ১৫ বায়োনিক প্রসেসর, উন্নত ক্যামেরা সেটআপ, এবং ডিসপ্লেতে ছোট নচ থাকবে। ১২০ হার্টজ এলটিপিও ডিসপ্লে প্রো মডেলগুলিতে দেখা যাবে। বাকি মডেলে থাকবে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। গত বছরের মতো এবারও আইফোনে সর্বোচ্চ ৫২৮ জিবি মেমরি সাপোর্ট থাকবে।
Unlucky 13 ফ্যাক্টর
আইফোন ১৩ এর পরিবর্তে এ বছর অ্যাপলের নতুন হ্যান্ডসেটের নাম আইফোন ১২এস হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্মার্টফোন ব্র্যান্ডগুলি নামকরণের ক্ষেত্রে ১৩ নম্বরকে সাধারণত এড়িয়ে যেতে চায়। ফলে অ্যাপলের ক্ষেত্রেও একই তত্ত্ব উঠে আসছে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন