iPhone 13 কেনা যাচ্ছে ২৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে, কোথায় দিচ্ছে এমন অফার?

Apple iPhone -এর সাম্প্রতিক সংস্করণ পকেটে পুরতে ইচ্ছুক? তবে আপনার জন্য রয়েছে এক অত্যন্ত আকর্ষণীয় অফার। এর লাভ উঠিয়ে...
SUPARNAMAN 16 Nov 2021 10:17 PM IST

Apple iPhone -এর সাম্প্রতিক সংস্করণ পকেটে পুরতে ইচ্ছুক? তবে আপনার জন্য রয়েছে এক অত্যন্ত আকর্ষণীয় অফার। এর লাভ উঠিয়ে সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আসা Apple iPhone 13 কেনা যাবে প্রায় ২০,০০০ টাকা ছাড়ের বিনিময়ে! মস্করা নয়, ফোনের প্রস্তুতকারক সংস্থা Apple স্বীকৃত রিসেলারের কাছ থেকে ফোন কিনলে Apple 13 সিরিজের ডিভাইসে উপরোক্ত ছাড় মিলবে। সুতরাং দামের ভয়কে জয় করে সস্তায় আইফোনের মালিক হওয়ার সুযোগ আপনার সামনে।

Apple iPhone 13-এর উপর অফার

এক্ষেত্রে দুটি উপায় বর্তমান। এক, যদি আপনি HDFC ব্যাঙ্কের গ্রাহক হন, তবে শুরুতেই ছাড়ের দাবীদার হতে পারেন। এজন্য ফোন কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে। এর ফলে ক্রেতা সরাসরি ৬,০০০ টাকার ডিসকাউন্ট পাবেন। ইএমআই (EMI) ট্রানজ্যাকশনে এইচডিএফসি কার্ড ব্যবহার করলেও একই ডিসকাউন্ট মিলবে। সুতরাং ছাড়ের অঙ্ক বাদ দিয়ে অ্যাপল আইফোন ১৩ বেস ভ্যারিয়েন্টের দাম দাঁড়াচ্ছে ৭৩,৯০০ টাকা (বর্তমান বাজারমূল্য ৭৯,৯০০ টাকা)।

অন্যদিকে দ্বিতীয় উপায় অনুযায়ী, পুরনো ফোন এক্সচেঞ্জের মাধ্যমেও আপনি সস্তায় আইফোন ১৩ কেনার সুযোগ পাচ্ছেন। ইন্ডিয়া আইস্টোর (iStore) থেকে ফোন কিনে এভাবে আরো ১৮,০০০ টাকা পর্যন্ত বেশি ছাড় পাওয়া সম্ভব। আমরা Apple iPhone XR-এর বেস ভ্যারিয়েন্ট (64 GB) এক্সচেঞ্জ করে পুরো ১৮,০০০ টাকা ছাড় পেয়েছি। ফলে সব মিলিয়ে ক্রেতা মোট ২৪,০০০ টাকার বিপুল (৬,০০০+১৮,০০০) ডিসকাউন্ট পেতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে অ্যাপল আইফোন ১৩ বেস ভ্যারিয়েন্টের দাম দাঁড়াচ্ছে ৫৫,৯০০ টাকা।

এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ১৮,০০০ টাকা ডিসকাউন্ট সহ Apple iPhone 13 কেনা কতটা লাভজনক হবে। এক্ষেত্রে জেনে রাখা ভালো, পূর্বসূরী iPhone 12 -এর তুলনায় আলোচ্য মডেলে উন্নত ক্যামেরা পারফরম্যান্স চোখে পড়বে। কারণ এখানে সিনেম্যাটিক মোডের ফিচার সংযোজিত হয়েছে। আবার এই ডিভাইসে ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরী নতুন Apple A15 Bionic চিপসেট ব্যবহৃত হয়েছে যা একে পূর্বসূরিদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে।

Show Full Article
Next Story